
নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রনেতা শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ওই কমিটির অনুমোদন দেন।
রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয় স্থানীয় গণমাধ্যম কর্মীদের। আগামী এক বছর মেয়াদের জন্য গঠিত ওই কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি বর্ষণ কারুয়া, রাজীব মালিক, মুনতাজ সারোয়ার ও রাহি জাওয়ারী রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন হোসেন রাকিব, আরিফ হোসাইন, রাসেল রহমান আকন্দ ও আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মাশুক ও রাকিবুল ইসলাম শিমুল। পরবর্তীতে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি প্রমুখ।