ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউফলে সংখ্যালঘু কলেজ ছাত্র খুন

প্রকাশিত: ০১:৩০, ২৯ অক্টোবর ২০১৭

বাউফলে সংখ্যালঘু কলেজ ছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ প্রেমিকার সাথে দেখা করতে এসে জীবন ব্যাপারী (১৮) নামের এক সংখ্যালঘু কলেজ ছাত্র খুন হয়েছেন। বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের আফছেরের গ্যারেজ এলাকায় শনিবার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটেছে। নিহত ওই কলেজ ছাত্রের বাড়ি দশমিনা উপজেলার বেতাগী-সাংকিপুর গ্রামে। বাবার নাম জিতু ব্যাপারী। জানা গেছে, জীবন ব্যাপারী গলাচিপা উপজেলার উলানিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছিল। তিনি ওই উপজেলার উলানিয়া ইউনিয়নে ডাকুয়া গ্রামে ভগ্নিপতি কমল মাঝির বাড়িতে থেকে পড়ালেখা করত। ঘটনার দিন বিকাল ৪টার দিকে জীবন প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে যাননি। বাউফল থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, জীবন তার ভগ্নিপতির বাড়ি থেকে বাউফলের গোসিংগা গ্রামে আফছেরের গ্যারেজ এলাকায় প্রেমিকা তৃষ্ণা মন্ডলের সাথে দেখা করতে তার বাড়িতে আসেন। প্রেমিকার সাথে দেখা করে ওই দিন ভোর রাতে তিনি বাড়ি ফিরে যাওয়ার সময় স্থানীয় করিম মৃধার ছেলে মিন্টু মৃধার সাথে তার দেখা হয়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু তাকে ধরে বাড়ি নিয়ে যায় এবং এলোপাতাড়ি ভাবে পিটিয়ে খুন করে। এ খবর পেয়ে রবিবার সকাল ১০টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনার পর মিন্টু গা ঢাকা দিয়েছেন। পুলিশ মিন্টুর মেয়ে সোনিয়াকে (১২) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছেন। মিন্টু এলাকায় একজন চিহিৃত সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে থানা ও কোটে একাধিক মামলা রয়েছে। পুলিশ কয়েকদিন আগে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি কলস ভর্তি গাঁজাসহ তার স্ত্রী রাজিয়া বেগমকে গ্রেফতার করে। বর্তমানে তিনি পটুয়াখালী কারাগারে রয়েছেন।
×