ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ:

প্রকাশিত: ১৮:১৭, ১০ মে ২০২৫; আপডেট: ১৮:১৭, ১০ মে ২০২৫

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।ট্রেনটি ঘোরানোর সময় চালক ভুল লাইনে প্রবেশ করলে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে দুপুরে তেলবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালক ভুল লাইনে প্রবেশ করলে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটিতে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, চালক রেললাইনের সিগনাল ফলো না করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। শুধু ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আফরোজা

×