
নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ রবিবার সকালে মাগুরা-শ্রীপুর সড়কের মাগুরা সদর উপজেলার কান্দা বাঁশ কোঠা গ্রামে গ্রামবাংলার চাপায় ওলিয়ার রহমান (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে । নিহত ওলিয়ার একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ।
পুলিশ সুত্রে জানাযায় , সকালে মাগুরা শ্রীপুর -সড়কের মাগুরা সদর উপজেলার কান্দা বাঁশ কোঠা গ্রামে একটি ইজবাইককে অপর একটি গ্রামবাংলা ধাক্কাদিলে ইজিবাইকের যাত্রী ওলিয়ার রহমান রাস্তায় পড়ে গুরুতর আহত হন । আশংকাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে বিছুসময় পর তার নকাল ১০টার দিকে মৃত্যু হয় । ইজিবাইক আটক হলেও গ্রামবাংলা পালিয়ে গেছে ।