ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ২০:৫৯, ২৫ নভেম্বর ২০১৬

অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৫টি  বসতঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামের যতীন্দ্র দাসের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আশেপাশের অন্যান্য বসত-বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে কাকুরিয়া গ্রামের প্রায় ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে আশেপাশের ৫টি গ্রামের লোকজন ঘণ্টাব্যাপী পাশ্ববর্তী খাল থেকে পানি এনে ও শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন এলাকার মানুষ।
×