ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে উপকূলীয় বনবিভাগের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৪৭, ৩১ মে ২০১৬

বাঁশখালীতে উপকূলীয় বনবিভাগের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রতিক্রিয়া মোকাবেলায় বাংলাদেশ বন বিভাগের বাস্তবায়নাধীন ক্লাইমেন্ট রিজিলয়েন্ট পার্টিসিপেটরী এফরেষ্টেশন এন্ড রিফরেষ্টেশন প্রকল্পের আওতায় স্ট্রাটেজিক কমিউনিকেশন পার্টনার বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এর উদ্যোগে নতুন বন সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনা ও নিরুপনকল্প বিষয়ক ফিউচার চার্চ কনফারেন্স নামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১মে) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রশিকা হল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ হোছাইন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুজ্জামান, মামুনুর রহমান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ সাহাব উদ্দিন।
×