ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লক্ষ্মীপুরে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ

প্রকাশিত: ২২:১৬, ২৭ জানুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৭১২ জন জেলের মাঝে পরিচয়পত্র বিতরন করা হয়েছে। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, মৎস্য মন্ত্রানালয়ের স্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক, জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যা, রামগঞ্জ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, শিউলি আক্তার সুরাইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইউসুফ মিয়া প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান সরকার জেলেদের পূর্নবাসনের উদ্যোগ নিয়েছে। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্রের কারনে তাঁরা সরকারি বিভিন্ন সাহায্যে সহযোগিতা পাবে। পাশাপাশি এরমাধ্যমে প্রকৃত জেলেরা তাঁদের পেশাগত পরিচয় পেয়েছে।
×