ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাতীয়
কয়লা তোলার উদ্যোগ

কয়লা তোলার উদ্যোগ

আবারও দেশীয় খনি থেকে কয়লা উত্তোলনে শুরু হয়েছে তোড়জোড়। জ্বালানি বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তুত হয়েছে একটি পরিকল্পনা। যেটিতে বড়পুকুরিয়াসহ অন্য ৪টি খনির সম্ভাব্যতা যাচাই-বাছাই শুরু হয়েছে। পরিবেশের ক্ষতি না করে কীভাবে কয়লা উত্তোলন করা যায়, এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য। যেখানে রয়েছে কীভাবে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা করা হবে, স্থানীয়দের পুনর্বাসন, উত্তোলন শেষে ভূমিকে আবার চাষযোগ্য করে তোলাসহ সার্বিক বিষয়।  যদি প্রধানমন্ত্রীর ইতিবাচক সম্মতি পাওয়া যায় তা হলে এটি নিয়ে কাজ শুরু হবে।  উত্তরোত্তর শিল্পায়ন ও নগরায়ণের ফলে প্রতিদিনই বাড়ছে বিদ্যুতের চাহিদা। শিল্প-কারখানা, বাসা-বাড়ি, স্কুল-কলেজ সর্বত্র প্রয়োজন হচ্ছে বিদ্যুতের। গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা গিয়ে দাঁড়ায় ১৭ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত। যদিও চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা অনেক বেশি কিন্তু, তার পরও রয়েছে কিছু প্রতিবন্ধকতা।

waltonbd
waltonbd
Sopno
Sopno
বাংলাদেশে ৪ দিনের সফরে সুইডেনের রাজকুমারী

বাংলাদেশে ৪ দিনের সফরে সুইডেনের রাজকুমারী

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিমানবন্দরে এ সময় ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এবং সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ঢাকায় ইউএনডিপির প্রধান উপস্থিত ছিলেন। সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেলও ভিক্টোরিয়ার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে ক্রাউন প্রিন্সেস সরাসরি  রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান। আজ মঙ্গলবার তিনি খুলনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ঢাকায় নেমেই প্রথম দিনে সুইডেনের ক্রাউন প্রিন্সেস (রাজকুমারী) ভিক্টোরিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এর আগে দুপুরে প্রিন্সেস ভিক্টোরিয়া ‘ইনোভেট টুগেদার ফর জিরো ডিজিটাল ডিভাইড’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে ডিজিটালে রূপান্তরে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

https://www.facebook.com/profile.php?id=100001110224047
https://www.facebook.com/profile.php?id=100001110224047
SomajVabna
বিরোধী দলগুলা নিশ্চিহ্ন করতে চায় সরকার ॥ মঈন খান

বিরোধী দলগুলা নিশ্চিহ্ন করতে চায় সরকার ॥ মঈন খান

দেশের বিরোধী দলগুলাকে সরকার নিশ্চিহ্ন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার দুপুরে সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলের ধানম-ির বাসায় গিয়ে তার এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে।  তাই এই গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন করছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে,  বিএনপি নাকি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোনো কথা হতে পারে না। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলত, তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেন আমরা হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোনো শক্তি নাই থাকে, তাহলে আওয়ামী লীগ ৭ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে নিশ্চিন্তে তাদের ক্ষমতা উপভোগ করা উচিত।  মঈন খান বলেন, সরকার বিরোধী দলকে জুলুম-নির্যাতন করে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, কিন্তু তা করতে দেওয়া যাবে না। এটা কোনো স্বাভাবিক দেশে হতে পাওে না। এ সরকার গায়ের জোরে দেশ শাসন করছে।   মঈন খান বলেন, পর পর তিনটি নির্বাচন গায়ের জোরে করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদের ‘চরম পরাজয়’। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, বিরোধী দলের ওপর জুলুম করে, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। কারণ, আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী।  বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না বলে মন্তব্য করে ড. মঈন খান বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে, লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী, জনগণই সব ক্ষমতার উৎস। এ সময় যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল বলেন, জেলখানার ভেতরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত নয়। র‌্যাব, পুলিশ, ডিবি কার্যালয়ে যে ‘ইনস্ট্রুমেন্ট’ ব্যবহার করা হয়েছে, বড় ক্রিমিনালের জন্য সেগুলো ব্যবহার করা হয় কিন্তু তা রাজনৈতিক নেতাদের জন্য ব্যবহার করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট সরকারেরই লোকÑ রিজভী ॥ দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট সরকারেরই লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দি শ্রমিক নেতা হুমায়ুন কবির খানের মুক্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, দলীয় সম্পৃক্ততার কারণেই দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেন না। অথচ আপনারা পদ্মা সেতু দেখিয়ে, ফ্লাইওভার দেখিয়ে সাধারণ মানুষের পেটের আহার কেড়ে নিচ্ছেন সেটা কি মানুষ  বোঝে না? মানুষ ঠিকমতোই  বোঝে।

IFIC
IFIC
পুতিন পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

পুতিন পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত

নিরঙ্কুশ জয় নিয়ে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভøাদিমির পুতিন। সোমবার প্রকাশিত ফলে ৮৭ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ফল প্রকাশের পর তিনি বলেন, রুশ গণতন্ত্র পশ্চিমা অনেক দেশের চেয়েও বেশি স্বচ্ছ। একই সঙ্গে মার্কিন গণতন্ত্রকে উপহাস করেন পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের চেয়েও রুশ গণতন্ত্র আরও বেশি উদার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারকে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি অগ্রসর বলে প্রশংসা করেন। পুতিন বলেন, রাশিয়া অনলাইন ভোটিং পদ্ধতি ব্যবহার করেছে। যাতে আশি লাখ ভোটার অংশ নেন। এ সময় মার্কিন ভোটিং পদ্ধতি নিয়ে ঠাট্টা করে বলেন, এ ভোট যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, যেখানে আপনি ১০ ডলার দিয়ে একটি ভোট কিনতে পারবেন। খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের।  এ সময় পশ্চিমা বিশ্বকে সতর্ক করে রুশ প্রেসিডেন্ট বলেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত মানে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের মাত্র এক কদম দূরে থাকা। তিনি বলেন, তবে কেউই নিশ্চয় এমন দৃশ্য দেখতে চাইবে না। রাশিয়ার নির্বাচনের ফল প্রকাশের পরই পশ্চিমা বিশ্বসহ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কঠোর সমালোচনা করেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিন ‘ক্ষমতায় আসক্ত’। তিনি আরও বলেন, রুশ নেতা পুতিন ‘ক্ষমতার ব্যাপারে মাতাল’।

ঐতিহাসিক চুক্তি ॥ একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক

ঐতিহাসিক চুক্তি ॥ একীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক

লোকসানে পড়া পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে; সেই লক্ষ্যে বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়েছে। পুরো মার্জার বা একীভূতকরণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আরও কয়েক মাস। তখন আর পদ্মা ব্যাংকের কোনো অস্তিত্ব থাকবে না। একীভূত ব্যাংকটি এক্সিম ব্যাংক নামেই পরিচালিত হবে। পদ্মা ব্যাংকের সকল গ্রাহক হয়ে যাবেন এক্সিম ব্যাংকের গ্রাহক। তখন এক্সিম থেকে টাকা তুলতে পারবেন পদ্মার আমানতকারীরা। এক্সিম ব্যাংক প্রতিশ্রুতি দিয়েছে, একীভূতকরণের ফলে প্রাথমিকভাবে পদ্মা ব্যাংকের কোনো কর্মকর্তার চাকরি যাবে না।

‘তাভাস এবং ডিমান্ড’

‘তাভাস এবং ডিমান্ড’

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর! ‘তাভাস এবং ডিমান্ড’ লাইফস্টাইলও এবার ঈদের সংগ্রহে নিয়ে এসেছে সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। বিগত কয়েক বছরের ন্যায় এবারের ঈদেও গরমের কথা মাথায় রেখেই ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদ কালেকশনের এবারের থিম সমুদ্র এবং রোদ্রোজ্জ্বল আবহ থেকে অনুপ্রাণিত হওয়া। সেখান থেকেই বিভিন্ন মোটিফ, প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেককিছুই থাকছে ‘তাভাস এবং ডিমান্ড’-এ এবারের ঈদ আয়োজনে পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। এ ছাড়াও কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশনে।