ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মোতালেব সরকার

আত্মপ্রত্যয়ী শামিমা আখতার তুলি

প্রকাশিত: ০৬:২৭, ২৯ অক্টোবর ২০১৯

 আত্মপ্রত্যয়ী শামিমা আখতার তুলি

বাংলাদেশে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছে সব রকমের পেশা ও কর্মক্ষেত্রে। শিক্ষা, ব্যবসা, চাকরি, কারখানা এমনকি শ্রমের ক্ষেত্রেও নারীরা আর পিছিয়ে নেই। কিন্তু নারীদের সব থেকে বড় প্রতিবন্ধকতার জায়গাটি হচ্ছে কর্মক্ষেত্র বা শিক্ষাপ্রতিষ্ঠানে তার নিরাপত্তাহীনতা। এ জায়গাটিতে ঘাটতি নিয়ে নারীদের দ্বারা কখনই সম্ভব হবে না সামনে এগিয়ে যাওয়ার। এ লক্ষ্যে আজকাল নারীদের মধ্যে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স প্রশিক্ষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে রোট্যারেক্ট ক্লাব অফ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজন করে নারীদের আত্মরক্ষামূলক এক দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা। এ আয়োজনে প্রশিক্ষণ দেন শামিমা আখতার তুলি। বাংলাদেশ নারীদের মধ্যে মার্শাল আর্ট চর্চার পথিকৃৎ তিনি। ৮৯ থেকে ৯৩ সালের মধ্যে তিনি পাঁচবার জাতীয় কারাতে প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া থেকে ক্রাভ মাগা নামক মার্শাল আর্টে উচ্চতর প্রশিক্ষণ নেন। তিনি অনেকদিন থেকেই নারীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের সঙ্গে জড়িত আছেন। তিনি বাংলাদেশের নারীদের মধ্যে জাপানে কারাতে প্রথম ব্ল্যাক বেল্ট অর্জনকারী। বাংলাদেশে তিনি কমব্যাট জিমের নারী শাখার প্রধান পরামর্শক হিসেবে কর্মরত আছেন। এছাড়া টেলিভিশনেও তিনি নিয়মিত স্বাস্থ্য সচেতনতা, শরীর চর্চা ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। এনটিভিতে স্বাস্থ্য প্রতিদিন নামক অনুষ্ঠানের তিনি উপস্থাপক। তিনি ইয়োগাতেও সমানতালে পারদর্শী। তুলি আইএলও, ডিএইচএল, জেসিআই, জাস্টিস ফর উইমেন এসব প্রতিষ্ঠানেও আত্মরক্ষা, ইয়োগা এবং শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করেছেন। তুলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য পদক। তার মাঝে উল্লেখযোগ্য ২০১৯ সালের জেসিআই প্রদত্ত Honorary Award for Womens Self Defence, শের-এ-বাংলা একে ফজলুল হক স্মৃতি পদক- ২০১৯, এবং বাংলাদেশ কারাতে ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত আজীবন সম্মাননা ২০১৮ অন্যতম।
×