ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে ত্রিপুরা দুই কিশোরী হত্যা মামলার বখাটে যুবক গ্রেফতার

প্রকাশিত: ০২:৪০, ১৯ মে ২০১৮

সীতাকুন্ডে ত্রিপুরা দুই কিশোরী হত্যা মামলার বখাটে যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের পৌরসদরস্থ জঙ্গল মহাদেবপুর পাহাড়ের ত্রিপুরা পাড়ায় দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আবুল হোসেন (২৪) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সকালে নিহত ছবি রানী ত্রিপুরার বাবা সুমন ত্রিপুরা বাদী হয়ে সীতাকুন্ড থানায় আবুল হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাত তিনজনের নাম উল্লেখ করে হত্যা মামলা (নং-২৮/১৮) দায়ের করেন। মামলা পরবর্তীতে সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করেন। সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার অভিযুক্ত প্রধান আসামি আবুল হোসেনকে শনিবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন চেয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত দুই ত্রিপুরা কিশোরী পরিকল্পিত হত্যাকান্ডের শিকার জানিয়ে সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা জানান,প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে আবুল হোসেন ও তার সঙ্গীরা দুই কিশোরীকে উপর্যপুরি ধর্ষনের পর হত্যা করেছে। অপমানের প্রতিশোধ নিতে আবুল হোসেন তার সঙ্গীদের নিয়ে এ পরিকল্পিত হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। এদিকে ত্রিপুরারা শনিবার বিকাল ৩টায় সীতাকুন্ড থানার সামনে মানববন্ধন পালন করেণ। ত্রিপুরার সাধারণ সম্পাদক রবিন ত্রিপুরা জানান, ত্রিপুরাদের নিরাপত্তার জন্য প্রতিদিনই পুলিশ টহলের দাবী জানাই।
×