ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার চিনি রফতানি হচ্ছে বিদেশে

প্রকাশিত: ০৫:৩৭, ২২ নভেম্বর ২০১৫

এবার চিনি রফতানি হচ্ছে বিদেশে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের চাহিদা মেটানোর পর এবার চিনি রফতানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রথম পর্যায়ে বিভিন্ন দেশে পাঠানো হবে ৬০ হাজার মেট্রিক টন চিনি। এরমধ্যে চলতি মাসেই ভিয়েতনামে ১০ হাজার মেট্রিক টন চিনি পাঠানো হচ্ছে। বাংলাদেশে বছরে ১৪ লাখ মেট্রিক টন চিনির চাহিদার মধ্যে মাত্র ৭৭ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত মিলগুলো। আর বাকি চিনির চাহিদা মেটানো হয় বেসরকারী কারখানার পরিশোধিত চিনি দিয়ে। শুধুমাত্র রমজান মাসে বেশি চাহিদা থাকলেও অন্যান্য মাসে তা কমে যায়। কিন্তু কারখানাগুলোতে উৎপাদন পুরো দমে চালু থাকায় গুদামে হাজার হাজার মেট্রিক টন চিনি জমে যায়। এ অবস্থায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে চিনি রফতানির উদ্যোগ নিয়েছে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর বাণিজ্য মন্ত্রণালয় প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার মেট্রিক টন চিনি রফতানির অনুমোদন দিয়েছে। রফতানির জন্য সিটি সুগারের উৎপাদিত চিনি বন্দরে কন্টেনারে ভর্তির কাজ চলছে দ্রুতগতিতে। ২৫২টি কন্টেনার ভর্তি চিনি নিয়ে একটি জাহাজ কয়েকদিনের মধ্যেই ভিয়েতনামের হাইপং বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে যাবে। কর পরিশোধে ফাঁকি দিলে আইনী ব্যবস্থা অর্থনৈতিক রিপোর্টার ॥ কর পরিশোধে ফাঁকি দিলে এবং এ কাজে কোন রাজস্ব কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলার শেষ দিনে শনিবার সকাল থেকেই রাজধানীর অফিসার্স ক্লাবে আয়করদাতাদের ভিড় দেখা গেছে। রাজধানীসহ দেশের আরও ৬টি বিভাগের ৮টি স্পটে চলছে এ মেলা। গতকাল থেকে হেল্প ডেস্ক চালু করায় ভোগান্তি এড়িয়ে কর দিচ্ছেন করদাতারা। পরবর্তীতে আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছে এনবিআর। আয়কর কর্মকর্তারা জানিয়েছেন, গত ২ দিনে ২ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। আয়কর রিটার্ন দাখিল করেছেন ৫ হাজার ৩ জন। সন্ধ্যায় মেলা শেষে রাজস্ব আদায়ের সর্বশেষ পরিমাণ জানাবে এনবিআর।
×