ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল কাবাডি সিরিজের ট্রফি উন্মোচন

প্রকাশিত: ১৮:৪৬, ২০ এপ্রিল ২০২৫

কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল কাবাডি সিরিজের ট্রফি উন্মোচন

স্বাগতিক নেপাল ও সফরকারী বাংলাদেশ নারী দলের মধ্যে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হয়েছে আজ। দুই দলই প্রথমবার টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। নেপাল ও বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক এক মুহুর্ত। এই মুহূর্তে দু'দল প্রথম ম্যাচে মুখোামুখি হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। এরপর রাতে টিম হোটেলে অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। বাংলাদেশ ও নেপাল দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। এসময় নেপাল কাবাডি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের কর্মকর্তারা। দুই দেশের কাবাডির জন্য এটা ঐতিহাসিক এক মুহুর্ত বলে জানান বক্তারা। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তার বক্তব্যে বলেন, ' প্রত্যেকেই এখানে আজ ইতিহাসের অংশ হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। বিশ্বে আমরাই এটা শুরু করলাম। এখানেই এর শেষ না। আমরা মাত্র শুরু করলাম। নেপাল কাবাডি অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এরকম কার্যক্রম চলতেই থাকবে।

পাঁচ ম্যাচের এই সিরিজকে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল। আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ   তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।

 

জাহিদ জয় / রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার