ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রিশাদের প্রশংসা করে যা জানালেন শাহিন আফ্রিদি

প্রকাশিত: ১৭:১০, ১৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:১৩, ১৪ এপ্রিল ২০২৫

রিশাদের প্রশংসা করে যা জানালেন শাহিন আফ্রিদি

ছবি সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই বাজিমাত করলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে ৩১ রানে ৩ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছেন এই টাইগার তরুণ। আর এমন পারফরম্যান্সের পর প্রশংসা করেছেন নিজ দলের অধিনায়ক, পাকিস্তানের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদিও।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে শাহিন বলেন, “আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নেওয়ার কথা ভেবেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেনি, সেই জায়গায় রিশাদই ছিল সেরা বিকল্প।”


রোববার রাতে পিএসএলের ম্যাচে লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারায়। শুরুতে ব্যাট করে ফখর জামান (৩৯ বলে ৬৭) ও স্যাম বিলিংসের (১৯ বলে অপরাজিত ৫০) দাপটে লাহোর ৬ উইকেটে তোলে ২১৯ রান।

রিশাদ ব্যাট হাতে সুযোগ পেয়েছিলেন ইনিংসের শেষ ওভারে। চতুর্থ বলে নেমে ১ বলেই ১ রান করেন।


২২০ রানের লক্ষ্য তাড়ায় কোয়েটা শুরু থেকেই চাপে পড়ে যায়। সপ্তম ওভারে যখন রিশাদ বল হাতে তুলে নেন, কোয়েটা ৪ উইকেটে ৬২ রানে ধুঁকছে। নিজের প্রথম ওভারে ৭ রান দেন তিনি।

এরপর দ্বিতীয় ওভারে ভয়ঙ্কর রাইলি রুশোকে দুর্দান্ত এক গুগলিতে বোল্ড করেন রিশাদ। এরপর নিজের তৃতীয় ওভারে বোল্ড করেন মোহাম্মদ আমিরকে এবং তুলে নেন আবরার আহমেদের ক্যাচ—সবকটি উইকেটই ছিল ম্যাচে গুরুত্বপূর্ণ।


পিএসএলের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ। তবে নিজের অভিষেক ম্যাচেই এমন পারফরম্যান্সের পর তাকে বাদ দেওয়া কঠিনই হবে লাহোর ম্যানেজমেন্টের জন্য।

বাংলাদেশের ক্রিকেটারদের পিএসএলে ভালো করার ঘটনা অনেকদিন পর দেখা গেল। রিশাদ হোসেন হয়তো এই মঞ্চেই নিজেকে আরও প্রমাণ করে ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলে বড় ভূমিকা রাখতে পারেন—এমনটাই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

এসএফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার