ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ব্রাজিলে ফিরছেন অস্কার

প্রকাশিত: ১২:৫৪, ২৬ ডিসেম্বর ২০২৪

ব্রাজিলে ফিরছেন অস্কার

সংগৃহীত

ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ফিরছেন পুরোনো ঠিকানায়। চেলসির সাবেক এই ফুটবলার তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন সাও পাওলোতে। ব্রাজিলিয়ান সেরি আর ক্লাবটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।  

৩৩ বছর বয়সী অস্কার এর আগে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে এবং পরবর্তী দুই বছর মূল দলে খেলেছিলেন। এরপর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় কাটান তিনি ইংলিশ ক্লাব চেলসিতে। সাড়ে চার বছরে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৩ ম্যাচে অংশ নিয়ে ৩৮টি গোল করেন তিনি। এ সময়ে চেলসির হয়ে জেতেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা কাপ।  

গত আট মৌসুম অস্কার খেলেন চীনের ক্লাব সাংহাই পোর্টের জার্সিতে। চাইনিজ সুপার লিগের শিরোপার স্বাদ পান তিনবার। এবার যোগ দিলেন চেনা ঠিকানায়।

লম্বা সময় পর আবারও সাও পাওলোর হয়ে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচ খেলা অস্কার।

“ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম, ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।”

×