ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রোনাল্ডোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৫, ২৯ নভেম্বর ২০২৩

রোনাল্ডোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

ক্রিস্টিয়ানো রোনাল্ডো

ঊনচল্লিশ ছুঁই ছুঁই বয়স। নেই কোনো ইউরোপিয়ান ক্লাবেও। তথাপি নিজের আলোতে ঔজ্জ্বল্য ছড়িয়ে যাচ্ছেন। এ কারণেই তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসরের জার্সিতে গোল করে নিয়মিতই খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন। চলতি সপ্তাহের শুরুতে মাত্র ৩ মিনিটে চোখধাঁধানো দুই গোল করেও প্রমাণ দেন তিনি কেন সিআর সেভেন? এরপর এএফসি চ্যাম্পিয়নস লীগে ইরানের ক্লাব পার্সেপোলিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টি পেয়েও রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাড়তি প্রশংসা কুড়ান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফুটবল মাঠে দুর্দান্ত সময় পার করা আল নাসরের সেই পর্তুগিজ সুপারস্টারই এবার নতুন করে শিরোনামে এলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে যুক্তরাষ্ট্রে।
মূলত বিতর্কিত ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) বিনান্সের প্রচারণার দায়েই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। সোমবার ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে  ভুক্তভোগীদের পক্ষে তিনজন বাদী এই মামলার আবেদন করেন। তাদের দাবি, বিনান্সে বিনিয়োগ করে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর তাদের বিনিয়োগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ক্রিপ্টোর পক্ষে রোনাল্ডোর প্রচারণা। ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম সিআর সেভেনের বিরুদ্ধে মামলার বাদী হয়েছেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস।

×