ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১

ওয়ালটন বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা 

প্রকাশিত: ১৯:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ওয়ালটন বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা 

প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ লি. এর পৃষ্ঠপোষকতায় ওয়ালটন ৫ম অনুর্ধ-২০ বালিকা কলেজ রাগবি প্রতিযোগিতা ১২টি কলেজ নিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
 
আয়োজিত আজকের গ্রুপ পর্বের খেলায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ২২-০ পয়েন্টে কবি নজরুল সরকারী কলেজকে, সোনারগাঁও মহিলা কলেজ ১০-০ পয়েন্টে ঢাকা ইমপিরিয়াল কলেজকে, টি এন্ড টি মহিলা কলেজ ৫-০ পয়েন্টে ঢাকা আইডিয়াল কলেজকে, রাজধানী আইডিয়াল কলেজ ২৫-০ পয়েন্টে তেজগাঁও কলেজকে, সেন্ট্রাল উইমেন্স কলেজ ৫-০ পয়েন্টে তেজগাঁও কলেজকে, ঢাকা ইমপিরিয়াল কলেজ ২২-৫ পয়েন্টে মেট্রোপলিটন কলেজকে, গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজ ২৯-০ পয়েন্টে টি এন্ডটি মহিলা কলেজকে, রাজধানী আইডিয়াল কলেজ ৫-০ পয়েন্টে সেন্ট্রাল উইমেন্স কলেজকে, গাজিরচট আকবর মণ্ডল স্কুল এন্ড কলেজ ২৬-৫ পয়েন্টে ঢাকা আইডিয়াল কলেজকে, সোনারগাঁও মহিলা কলেজ ২৭-৫ পয়েন্টে মেট্রোপলিটন কলেজকে হারায়। 

আগামীকাল প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বনাম রাজধানী আইডিয়াল কলেজ এবং দ্বিতীয় সেমিফাইনালে সকাল সাড়ে ৯টায় সোনারগাঁও মহিলা কলেজ বনাম গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় আজ দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ ছাড়া, উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য সোরওয়ার রকিব, সিরাজুল ইসলাম, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান পারভিন পুতুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

এম হাসান

×