ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ফেরার লড়াই

দুই মাইলফলকের সামনে মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০১, ২১ সেপ্টেম্বর ২০২৩

দুই মাইলফলকের সামনে মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ রিয়াদ

গত মার্চে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর তাকে বিশ্রামের নামে বাদ দেওয়া হয়। তবে ফর্মের কারণে বাদ পড়েননি ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার। কম স্ট্রাইকরেট এবং ধীরস্থিরতার জন্য তাকে বাদ দেওয়া হয়। কিন্তু এশিয়া কাপে ব্যর্থ অভিযান শেষে এবার তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে। তাই নতুন করে আবার লড়াই শুরু হচ্ছে মাহমুদুল্লাহর। আজ কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই সুযোগটা পাচ্ছেন তিনি। এ যেন নিজের সঙ্গেই লড়াই অভিজ্ঞ এই তারকার। সেই লড়াইয়ে নিজেকে প্রমাণের সুযোগ পাওয়ার পাশাপাশি দুটি মাইলফলক ছোঁয়ার সামনে রয়েছেন তিনি।

আর মাত্র ১৪ রান করতে পারলেই দেশের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান পূর্ণ হবে তার। ওয়ানডেতে দেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করারও সুযোগ তার সামনে। সেজন্য করতে হবে আর ৫০ রান। সর্বশেষ যে দুটি সিরিজ মাহমুদুল্লাহ খেলেছেন সেই দুটি সিরিজ হয়েছে শক্তিশালী ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে। ৬ ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে- ১৪, ৭৭, ২০, ৩১, ৩২ ও ৮ রান। সবমিলিয়ে ৬ ইনিংসে ১ ফিফটিতে তিনি ৩০.৩৩ গড়ে ১৮২ রান করেছেন। স্ট্রাইকরেট ছিল ৬৯.২০। অর্থাৎ রান করতে পারলেও ছিলেন খুবই ধীরগতির। এ ছাড়া ফিল্ডিংয়ে তাকে যথেষ্ট ধীরস্থির দেখা গেছে। তাই তাকে বাদ দেওয়া হয়।

কিন্তু এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ দলের চরম ব্যাটিং ব্যর্থতায় আবার মাহমুদুল্লাহকে ফেরানোর প্রক্রিয়ায় এগিয়েছে টিম ম্যানেজমেন্ট। আসন্ন বিশ^কাপ স্কোয়াডের জন্য ভালোভাবেই বিবেচনায় আছেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে সেজন্য এখন তাকে ভালো ইনিংস খেলতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ৫ কিংবা ৬ নম্বরে ব্যাটিং করতে পারেন। আজ থেকে সেই লড়াই শুরু হচ্ছে মাহমুদুল্লাহর। বঞ্চনার জবাব দেওয়ার জন্য এতদিন তিনি বিসিবির ‘বিশেষ ক্যাম্প’ করে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা চালিয়েছেন। তবে গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাননি। তার মানে আজ ৪ মাস পর আবার কোনো বড় ম্যাচে নামবেন মাহমুদুল্লাহ।

যদিও এশিয়ান গেমস স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। আজ ১৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজাার রান পূর্ণ করবেন। ৩ ফরম্যাট মিলিয়ে ৩৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তার রান এখন ৯ হাজার ৯৮৬। এ ছাড়া ২১৮ ওয়ানডে খেলে মাহমুদুল্লাহ ৪৯৫০ রান করেছেন। আর ৫০ রান করলেই চতুর্থ বাংলাদেশী হিসেবে ৫ হাজার রানও পূর্ণ হবে তার। উভয় ক্ষেত্রে তার ওপরে আছেন তামিম, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

×