ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিমানের যাত্রী সেবায় মুগ্ধ সাকিব

প্রকাশিত: ১৭:৫৪, ২৭ জুন ২০২৩

বিমানের যাত্রী সেবায় মুগ্ধ সাকিব

সাকিব আল হাসান। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কানাডা থেকে ঢাকায় এসেছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময়ে বিমানের যাত্রী সেবায় মুগ্ধ হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ জুন) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুবে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট এ বিষয়টি জানান সাকিব। এ সময় তিনি ক্যাপশনের সঙ্গে বেশ কয়েকটি ছবিও ভাগাভাগি করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।  

সাকিব আল হাসান বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনের চড়ে কানাডা থেকে ঢাকা আসলাম। সুপরিসর, ব্র্যান্ড নিউ উড়োজাহাজে সপরিবারে প্রথমবারের মতো দীর্ঘ ভ্রমণে ওয়াইফাই সুবিধাসহ ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং চমৎকার যাত্রী সেবায় আমরা সবাই মুগ্ধ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানের পাইলটদের টেক অফ ও ল্যান্ডিং সব সময়ই আমার কাছে স্বস্তিদায়ক। এবারও তার ব্যতিক্রম ছিল না। ফ্লাইটে ক্রুদের আন্তরিক সেবা এবং চমৎকার খাবার পরিবারসহ উপভোগ করেছি।’

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ বিমানের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আশা করি বিমানে করে আমরা ভবিষ্যতে পৃথিবীর আরো অনেক নতুন গন্তব্যে পৌঁছাতে পারবো।’

এদিকে, সাকিবের পোস্টের বিভিন্নজন নানা মন্তব্য করেন। তবে বেশির ভাগ মানুষই বিমান বেশি ভাড়া নেওয়ার কথা তুলে ধরেন। কেউ কেউ বলেন, ‘বাংলাদেশ বিমানের যে ভাড়া সেটা যদি ইন্ডিয়ান বিমান বা অন্য কোন দেশ হয়ে ট্রানজিট হয়ে গেলে তিন ভাগের এক ভাগ পড়ে। দাম কমাতে হবে। আর সার্ভিস তো বাংলাদেশের পাবলিক বাসের মতো। এগুলো উন্নত করতে হবে।’ এ ছাড়া, বেশির ভাগ ভক্তরা তার কমেন্টে শুভ কামনা জানিয়েছেন।

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×