
ছবি : সংগৃহীত
বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক টাইমলাইনে একটি আলোচিত পোস্টে দাবি করেছেন, ভারতের প্রভাবশালী টেলিভিশন উপস্থাপক অর্ণব গোস্বামী সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য প্রদান করেন। এই বক্তব্য সম্প্রচারিত হয় রিপাবলিক টিভিতে, যার প্রধান অর্ণব নিজেই।
তবে পিনাকীর অভিযোগ, বিতর্কিত ওই ভিডিওটি প্রকাশের কিছু ঘণ্টার মধ্যেই “ভয়ে” রিপাবলিক চ্যানেল কর্তৃপক্ষ সেটি মুছে ফেলে। তিনি একে আখ্যা দেন "গদি মিডিয়ার শক্তি", যেখানে রাষ্ট্রীয় স্বার্থ বা প্রভাবশালীদের চাপে গণমাধ্যম নিজের অবস্থান থেকে সরে আসে।
এরই ধারাবাহিকতায়, পিনাকী ভট্টাচার্য অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও অন্য দুই জনপ্রিয় বাংলাদেশি অ্যাকটিভিস্ট— ইলিয়াস হোসেন ও কনক সরোয়ারের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।
পিনাকী তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“পরে সেই রাগ ঝারতেসে আমি, ইলিয়াস ও কনকসহ বাংলাদেশি অ্যাকটিভিস্টদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দিয়ে। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ভারত মাতার ছোটলোকি শেষ হবে না।”
এই ঘটনাকে কেন্দ্র করে মতপ্রকাশের স্বাধীনতা ও প্রতিবেশী দেশের অ্যাকটিভিস্টদের দমননীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি আঞ্চলিক মতপার্থক্যকে সহনশীলতার বদলে দমনমূলক আচরণ দিয়ে মোকাবেলার একটি উদাহরণ।
ঘটনার বিষয়ে রিপাবলিক টিভি বা ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আঁখি