
ছবি: জনকণ্ঠ
বাগেরহাটের ফকিরহাটে আমগাছ থেকে পড়ে এক কাঁচামাল বিক্রেতা নিহত হয়েছেন। রবিবার (১১ মে) সকালে উপজেলা আট্টাকী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাদিয়ার শেখ (৫৩) বাগেরহাট সদর যাত্রাপুরের আফরা গ্রামের দলিল উদ্দিন শেখের ছেলে। তিনি বিভিন্ন এলাকা থেকে গাছের ফল ও সবজি ক্রয় করে বাজারে বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হাদিয়ার শেখ আট্টাকী ঘোষপাড়ার আশুতোষ ঘোষের আমগাছ থেকে আম পাড়ার সময় হঠাৎ গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
শহীদ