ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ক্ষমা চাইলেন প্রীতি জিনতা

প্রকাশিত: ১৬:১৭, ১১ মে ২০২৫

ক্ষমা চাইলেন প্রীতি জিনতা

ছবি : সংগৃহীত

অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জিনটা আইপিএলে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সময় ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার বিষয়ে একটি নোট শেয়ার করে ক্ষমা চেয়েছেন ।

গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি মাত্র ১০.১ ওভার চলার পর মাঝপথে বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সময় রাত ৯টায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে শুরু হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। কিন্তু এরপর হঠাৎ স্টেডিয়ামের ফ্লাডলাইটে বিপর্যয় দেখা দিলে খেলা বন্ধ হয়ে যায়।

জানা গেছে , এলাকায় একটি উল্লেখযোগ্য কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে অভিনেত্রী এবং পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা দর্শকদের স্টেডিয়াম খালি করতে বলছেন।

এই ঘটনায় এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় প্রীতি জিনটা ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আতঙ্কিত না হওয়ার জন্য এবং সেই মুহূর্তে একটু 'রুক্ষ' ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছেন। 

তিনি লেখেন, “ অস্থির ক’দিন কাটিয়ে অবশেষে বাড়ি ফিরেছি। দুই আইপিএল দল, অফিসিয়াল ও তাদের পরিবারের সদস্যদের ধর্মশালা থেকে নিরাপদ, দ্রুত ও আরামদায়কভাবে সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় রেলওয়ে ও আমাদের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ জানাই।  জয় শাহ, মি. অরুণ ধুমল, বিসিসিআই ও আমাদের সিইও মি. সতীশ মেনন এবং পাঞ্জাব কিং আই পি আল-এর অপারেশন টিমকেও বিশেষ ধন্যবাদ জানাই—ধর্মশালার স্টেডিয়াম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে খালি করার পুরো কাজটি দুর্দান্তভাবে সমন্বয় করার জন্য। সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে।”

তিনি আরও লেখেন, "আপনারা সবাই অসাধারণ রক স্টার। আমি দুঃখিত যে আমি একটু রুক্ষ ছিলাম এবং সবার সাথে ছবি তুলতে না বলেছিলাম, কিন্তু সেই সময় প্রয়োজন ছিল সবার নিরাপত্তা এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমার কর্তব্য ও দায়িত্ব । এটা সম্ভব করার জন্য ধন্যবাদ।"

সা/ই

×