ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিরতির পরই পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

প্রকাশিত: ০৯:০৯, ১২ মে ২০২৫

যুদ্ধবিরতির পরই পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ছবি : সংগৃহীত

চার দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শনিবার ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এই ঘোষণার ঠিক একদিন পর, রোববার উত্তর-পশ্চিম ভারতের বহু শহরে আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। জানা গেছে, প্রতিরক্ষামূলক সতর্কতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

 

রোববার সকালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে একটি হটলাইন বার্তা পাঠায়, যেখানে স্পষ্ট করে জানানো হয়, যদি যুদ্ধবিরতির শর্ত ভাঙা হয়, তবে ভারতও চুপ থাকবে না। এই হুঁশিয়ারির মাধ্যমে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে দেয়।

সংঘর্ষে এখন পর্যন্ত উভয় দেশের অন্তত ৭০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন। সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেনাঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘসহ বাংলাদেশ, কাতার, তুরস্ক, যুক্তরাজ্যসহ প্রায় ৩০টি দেশ।

 

 

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ভারতের পক্ষ থেকে উপযুক্ত জবাব দেওয়া হবে।

পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় ভারত-পাকিস্তান সীমান্তের বাসিন্দারা ধীরে ধীরে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে সংঘাতের ফলে অনেকের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, ফলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত।
 

আঁখি

×