ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আইপিএলে না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সাকিব

প্রকাশিত: ১৭:২৩, ৭ এপ্রিল ২০২৩

আইপিএলে না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সাকিব

সাকিব আল হাসান।

জরুরি পারিবারিক কারণে আইপিএলের এ মৌসুম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

এ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল এ অলরাউন্ডারের। তবে হঠাৎ জানা যায়, এবার খেলতেই যাচ্ছেন না সাকিব।

এমনিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্টের পর আগামী মে মাসে ইংল্যান্ডে একই দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলার কথা ছিল সাকিবের। ফলে মাঝের সময়টুকুতেই শুধু কলকাতার হয়ে খেলতে পারতেন তিনি।

আইপিএলে না যেতে পেরে মন খারাপ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতে বলেন, ‘নাহ । অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর, ভারতে (বিশ্বকাপ) খেলা। যদি যেতে পারতাম, তাহলে ভালো লাগত। কিন্তু যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’

না খেলার প্রস্তাবটি কার দিক থেকে এসেছে, এমন প্রশ্ন শেষ হওয়ার আগেই শুধু দুটি শব্দই উল্লেখ করেছেন সাকিব—‘ফ্যামিলি ইমার্জেন্সি।’

এমএম

সম্পর্কিত বিষয়:

×