ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সাকিবের ঝড়ো ব্যাটিং, কুমিল্লাকে হারিয়ে বরিশালের জয়

প্রকাশিত: ১৯:৫৫, ১৪ জানুয়ারি ২০২৩

সাকিবের ঝড়ো ব্যাটিং, কুমিল্লাকে হারিয়ে বরিশালের জয়

সাকিব আল হাসান

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে বরিশালের হয়ে দুর্দান্ত এক ব্যাটিং উপহার দিয়েছেন সাকিব আল হাসান।  ৪৫ বল খেলে ৮১ রান করে অপরাজিত ছিলেন। ফলে ১২ রানে কুমিল্লাকে হারিয়ে জয় পেয়ে যায় বরিশাল। 

প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভালো খেলতে থাকে বরিশাল। ৪৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাধে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বরিশাল।

এদিকে, ১৭৭ রানের জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানে থেমে যায় কুমিল্লার ইনিংস। সর্বোচ্চ ২৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন খুশদিল শাহ, ২৮ রান করেন ইমরুল কায়েস, ৩২ রান করেন লিটন দাস, ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন।

বিপিএলে এই জয় দিয়ে বরিশাল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিলেট।

 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×