ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

রজার ফেদেরার কি অন্তঃসত্ত্বা? কী বললেন সানিয়া মির্জা!

প্রকাশিত: ১৮:৩১, ২৯ ডিসেম্বর ২০২২; আপডেট: ১৮:৩৪, ২৯ ডিসেম্বর ২০২২

রজার ফেদেরার কি অন্তঃসত্ত্বা? কী বললেন সানিয়া মির্জা!

সানিয়া মির্জা

সেরিনা উইলিয়ামস, রজার ফেদেরারদের নিয়ে করা আজব প্রশ্নে হাসি চাপতে পারলেন না সানিয়া মির্জা। মুখ খুললেন তিনি। কী বললেন ভারতীয় টেনিস তারকা?

সম্প্রতি আমেরিকার একটি টেলিভিশন শো য়ে টেনিস সংক্রান্ত একটি প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল, এই টেনিস খেলোয়াড়দের মধ্যে কে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এবং আট সপ্তাহের অন্তঃসত্ত্বা? উত্তরের চারটি বিকল্প দেয়া ছিল। সেগুলো হলো- অ্যান্ডি মারে, সেরিনা উইলিয়ামস, রজার ফেদেরার ও জন ম্যাকেনরো। এই বিকল্প দেখেই অবাক হয়েছেন সবাই। সেখানে সেরিনা বাদে বাকি তিন জনই পুরুষ টেনিস তারকা। কীভাবে এই চারটি বিকল্প দেয়া হলো সেটাই ভেবে পাচ্ছেন না তারা।

এই প্রশ্নটি টুইট করেছেন ইতালির সাবেক টেনিস খেলোয়াড় মারিয়ন বার্তোলি। সেটি দেখে নিজের হাসি চাপতে পারেননি সানিয়া। তিনিও প্রশ্নটি টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, খুব কঠিন প্রশ্ন। তার পরে হাসির ইমোজি দিয়েছেন ভারতীয় তারকা।

চলতি বছর ইউএস ওপেন খেলে অবসর নিয়েছেন সেরিনা। কিন্তু বিদায় সুখের হয়নি তার। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে টমলিয়ানোভিচের কাছে হেরে গিয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন। প্রতিযোগিতা শুরুর আগেই সেরিনা জানিয়ে দিয়েছিলেন, ইউএস ওপেনের পরেই অবসর নেবেন। নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করার সময় সেরিনা জানান, টেনিস ও পরিবারের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে। কিছুটা বাধ্য হয়েই অবসর নিচ্ছেন তিনি।

অন্যদিকে ২০২২ সালের ইউএস ওপেন খেলে অবসর নেবেন বলে জানিয়েছিলেন সানিয়াও। কিন্তু শেষ মুহূর্তে চোটের কারণে প্রতিযোগিতা থেকে সরে যান তিনি। তাতেই বদলে গেছে তার অবসরের ভাবনা। 

ইউএস ওপেনের আগে ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে সানিয়া লেখেন, আমার কাছে একটা খারাপ খবর আছে। দুইসপ্তাহ আগে কানাডাতে খেলতে গিয়ে চোট পেয়েছিলাম। সেটা যে এতটা খারাপ হবে বুঝিনি। স্ক্যান করানো হয়েছে। পেশিতে চোট রয়েছে। বেশ কিছু সপ্তাহ খেলতে পারব না। ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটা খুব ভাল হল। ভুল সময়ে এসে এমন হলো। এর ফলে আমার অবসরের পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে। সবাইকে জানিয়ে দেব।

তার মধ্যেই গত কয়েক মাস ধরে ক্রিকেটার স্বামী শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। রোজই নতুন নতুন খবর শোনা যাচ্ছে। তারা নাকি আর এক সঙ্গে থাকছেন না। বিচ্ছেদের পিছনে শোয়েবের সঙ্গে এক পাক অভিনেত্রীর সম্পর্কের কথাও শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শোয়েব বা সানিয়া কেউ মুখ খোলেননি।

 

Tough one 😂😂🤷🏽‍♀️ https://t.co/94e49mtXpN

— Sania Mirza (@MirzaSania) December 29, 2022

 এসআর

×