
রান সংগ্রহে ব্যস্ত মুশফিক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাতে জিম্বাবুয়েকে ২৯১ রানের টার্গেট দিল বাংলাদেশ।
মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশও পেলো দারুণ এক চ্যালেঞ্জিং সংগ্রহ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ। মাহমুদ উল্লাহ ৮৪ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে ৫০ রান করে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। এ ম্যাচে জিততে হলে স্বাগতিকদের সংগ্রহ করতে হবে ২৯১ রান।
তৃতীয় উইকেটে নাজমুল হোসাইন শান্তর ব্যাট থেকে আসে ৩৮ রান। মিডল অর্ডারে সিকান্দার রাজার বলে আউট হয়ে ফিরে যান আফিফ হোসেন। তার আগে ৪১ বলে স্কোর বোর্ডে যোগ করেন ৪১ রান। শেষ দিকে তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
জিম্বাবুয়ের হয়ে ৫৬ রানে ৩টি উইকেট তুলে নেন সিকান্দার রাজা। ওয়েসলি মাধভেরে শিকার করেন দুইটি উইকেট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪৭ রান। উদ্বোধনী ব্যাটসম্যান তদিওয়ানাশে মরুমণি ২৪ রান নিয়ে ক্রিজে আছেন।