স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে ও টি২০ সিরিজের দল থেকে বাদ পড়ার পর নির্বাচকদের একহাত নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। তাকে ছাড়াই দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কা। ক্ষোভ, দুঃখ ভুলে ক’দিন আগে মালিঙ্গা জানিয়েছিলেন, অন্তত পরামর্শক হিসেবে হলেও আগামী বছর ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে দলের সঙ্গী হতে চান তিনি। এবার তারকা পেসারের সামনে খেলোয়াড় হিসেবে দলে ফেরার সম্ভাবনা শেষ হয়ে জায়নি বলে জানা গেছে। দেশটির ক্রিকেট বোর্ডের এক সূত্রের বক্তব্য, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য তাকে ঘরোয়া ক্রিকেটে খেলে নিজের ফর্ম এবং ফিটনেস প্রমাণ করতে বলা হয়েছে।’
শুধু জাতীয় দলেই নয়, ঘরোয়া টি২০ ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) উপেক্ষিত মালিঙ্গা। এগারতম আইপিএলের নিলামের আগেই তাকে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর নিলামেও অবিক্রীত থেকে যান মালিঙ্গা। সবমিলিয়ে শ্রীলঙ্কান গতিদানবের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষই বলা চলে। ইতিমধ্যে তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের মেন্টর হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে ঘরের মাঠে আসন্ন নিদাহাস ট্রফি টি২০ সিরিজে শেষ চেষ্টা করতে চান। তবে এই সিরিজে তার খেলা-না খেলা নির্ভর করছে তার ফিটনেসের ওপর- এমনটাই জানিয়েছে লঙ্কান বোর্ডের গুরুত্বপূর্ণ ওই সূত্র।
গত বছরের সেপ্টেম্বরে ভারত সিরিজ চলাকালীন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসিকারার সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই জাতীয় দলের বাইরে মালিঙ্গা। চন্দিকা হাথুরাসিংহের নজরেও পড়েননি। ৩৪ বছর বয়সী মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্ট, ২০৪টি ওয়ানডে ও ৬৮টি টি২০ খেলেছেন। এটাই হয়তো তার অবসরগ্রহণের মঞ্চ হতে পারে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশকে নিয়ে আগামী ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় নিদাহাস ট্রফি।