
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিন শেষে সফরকারী জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৯৮ রানে পৌঁছেছে। এখনো তারা বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ১১৯ রানে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ওপেনার শাদমান ইসলামের সেঞ্চুরি এবং মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসানের অর্ধশতকের উপর ভর করে এই বড় রান তুলে স্বাগতিকরা। এরপর বোলিংয়ে দাপট দেখান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে মাত্র ২২৭ রানে গুটিয়ে দেন তিনি।
ফলোঅন এড়াতে না পারা জিম্বাবুয়েকে আবারও ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও শুরু থেকেই চাপে পড়ে যায় সফরকারীরা। চার স্পিনার মিলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালান। তাইজুল আবারও জ্বলে ওঠেন, তাকে দারুণভাবে সহায়তা করেন মেহেদী হাসান মিরাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে। এখনো তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১১৯ রানে পিছিয়ে। হাতে আছে মাত্র ২ উইকেট। ম্যাচ গড়ালে পঞ্চম দিন পর্যন্ত যেতে পারে, তবে জয়ের সুবাস এখন থেকেই পাচ্ছে বাংলাদেশ।
এই ম্যাচে জয় পেলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করবে লাল-সবুজরা। প্রথম টেস্টে চমক দেখিয়ে জিম্বাবুয়ে জয় পেলেও এবার বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।
এসএফ