ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাইজুলের ঘূর্ণিতে ম্যাচে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাইজুলের ঘূর্ণিতে ম্যাচে ফিরল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত সূচনা করলেও শেষ বিকেলে তাইজুল ইসলামের স্পিন জাদুতে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৯০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে দিনটি রাঙান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সোমবার (২৮ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কুরান দলের জন্য দারুণ শুরু এনে দেন। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ৩৩ বলে ২১ রান করে অভিষিক্ত পেসার তানজিম সাকিবের প্রথম শিকার হন বেনেট। এরপর ৫০ বলে ২১ রান করে ফেরেন কুরান।

এরপর অভিজ্ঞ শন উইলিয়ামস ও নিকোলাস ওয়েলচ মিলে দলকে এগিয়ে নেন। ১০৭ বলে ফিফটি তুলে নেন ওয়েলচ, তবে কিছুক্ষণ পর আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে উইলিয়ামস ১১৪ বলে ফিফটি পূর্ণ করেন। পরে ১৬৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে তাইজুলের শিকার হন উইলিয়ামস, আর সেখান থেকেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

মাঝখানে ওয়েসলি মাধেভেরে (১৫) ও টাফাডজোয়া সিগা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি। এরপর একে একে ফিরে যান ওয়েলিংটন মাসাকাদজা (৬), রিচার্ড এনগারাভা (০) ও ভিনসেন্ট মাসেকেসা (৮)। শেষ দিকে মাঠে ফিরে আসেন নিকোলাস ওয়েলচ, তবে দিনের শেষ বলে তাকেও ফিরিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন তাইজুল ইসলাম। ওয়েলচ করেন ৫৪ রান।

বাংলাদেশের হয়ে তাইজুলের ৫ উইকেট ছাড়াও নাইম হাসান নেন দুটি এবং তানজিম সাকিব নেন একটি উইকেট।

প্রথম দিন শেষে বলা যায়, রোডেশিয়ানরা দাপট দেখালেও শেষ হাসি হাসে টাইগাররা।

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার