ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

‘দলে তো উনি একা খেলছেন না’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:০১, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:০৬, ২৬ এপ্রিল ২০২৫

‘দলে তো উনি একা খেলছেন না’

সংবাদ সম্মেলনে কথা বলছেন জাকের

বয়স ৩৯-এর দোরগোড়ায়। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছরের দীর্ঘ পথচলা। বাংলাদেশের হয়ে গড়া বহু অর্জন ও রেকর্ড। তবু ক্যারিয়ারের পড়ন্তবেলায় এসে ব্যাট হাতে অভাবনীয় ব্যর্থতায় পড়েছেন মুশফিকুর রহিম। এমন খারাপ সময় তার দীর্ঘ ক্যারিয়ারে এর আগে খুব কমই দেখা গেছে।

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন মুশফিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে মাত্র ২ রান করেছিলেন তিনি। টানা ব্যর্থতায় প্রশ্ন উঠছে তার ফর্ম নিয়ে, উদ্বেগ বাড়ছে দলেও।

তবে মুশফিকের পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। আজ (শনিবার) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক বলেন,দলে তো তিনি (মুশফিক) একা খেলছেন না। তারই যে রান করতে হবে, রান সবারই করতে হবে। হয়তো তিনি করছেন না, ঠিক আছে। যে কারও সঙ্গেই হতে পারে। তারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই। সবারই রান করতে হবে।

পরিসংখ্যান বলছে, সবশেষ ১২ ইনিংসে মুশফিক কোনো ফিফটি করতে পারেননি। এ সময়ের মধ্যে একবারও ছুঁতে পারেননি ৪০ রানের মাইলফলক। দুই দশকের ক্যারিয়ারে এমন দীর্ঘ ব্যর্থতার ধাক্কা আর আসেনি তার জীবনে।

২০০৮ সালে ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১০ ইনিংসে কোনো ফিফটি ছিল না মুশফিকের। পরে ২০১৪-১৫ মৌসুমে টানা ১১ ইনিংসে ফিফটি করতে ব্যর্থ হন তিনি। তবে এবারের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিষয়টি আরও গুরুতর হয়ে দাঁড়িয়েছে, কারণ সামনে রয়েছে দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার সম্ভাবনা।

সিলেট টেস্টের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, অভিজ্ঞ এই ব্যাটারের ওপর এখনো পূর্ণ আস্থা আছে দলের। যদিও মুশফিকের চলমান ব্যর্থতা দলকে বড় পরীক্ষার মুখে ফেলছে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যানের সামনে এখন বড় চ্যালেঞ্জ — নিজের ফর্ম ফিরে পেয়ে দলের জন্য আবারও অবদান রাখা। সময়ের পরীক্ষায় কি পারবেন মুশফিক নিজেকে নতুন করে প্রমাণ করতে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে সামনের ম্যাচগুলো পর্যন্ত।

মিরাজ/এসএফ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার