ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার ফোন হারালে চোর নিজেই বাড়ি এসে ফেরত দিয়ে যাবে!

প্রকাশিত: ১৫:০৮, ১৬ মে ২০২৫

এবার ফোন হারালে চোর নিজেই বাড়ি এসে ফেরত দিয়ে যাবে!

ছ‌বি: সংগৃহীত

ফোন চুরি হলে সাধারণত চোরের প্রথম কাজ হয় ফোনটি বন্ধ করে ফেলা, যাতে তা ট্র্যাক করা না যায়। তবে এখন আপনি চাইলে সহজ কিছু সেটিংস ব্যবহার করে চোরের সেই চেষ্টা ব্যর্থ করতে পারেন।

১. ফোন বন্ধ করার আগে পাসওয়ার্ড চাইবে:
এন্ড্রয়েড ফোনের Settings > Security & Privacy অপশনে গিয়ে “Require password to power off” অপশনটি অন করুন। এতে চোর আর ফোন বন্ধ করতে পারবে না যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড দেওয়া হয়।

২. এয়ারপ্লেন মোড চালু করা বন্ধ করুন:
ফোনের Settings-এ গিয়ে “Swipe down to access notification” অপশনটি বন্ধ করে দিন। এতে চোর স্ক্রিন লক না খুলে নোটিফিকেশন প্যানেল নামিয়ে এয়ারপ্লেন মোড চালু করতে পারবে না।

৩. সিম খুলে ফেললেও লোকেশন ট্র্যাক সম্ভব:
এজন্য Google Settings > All Services > Find My Device-এ গিয়ে “Find your offline device” অপশনে প্রবেশ করুন এবং “Without network” অপশনটি অন করুন। এতে চোর যদি সিম খুলেও ফেলে, ফোনের লোকেশন তখনও ট্র্যাক করা যাবে।

এই সহজ কিছু সেটিংস এখনই করে রাখুন, ফোন চুরি হলেও আপনার ডিভাইস থেকে দূরে থাকতে পারবে না চোর। বরং হয়তো এক সময় নিজেই বাড়ি ফিরে এসে ফোন ফেরত দিয়ে যাবে!

এএইচএ

×