
ছবি: সংগৃহীত
স্মার্টফোনের বদৌলতে এখন এআই পৌঁছে গিয়েছে সবার হাতের মুঠোয়। ডিপসিক, চ্যাটজিপিটি-এর মতো বিভিন্ন এআই অ্যাপ আজ অনেকের নিত্যসঙ্গী। লেখালেখি হোক বা কোনও জটিল প্রশ্নের উত্তর, এআই অনেক কাজই সহজ করে দিচ্ছে। এমনকি, যেসব প্রশ্ন আগে কাওকে জিজ্ঞেস করতে সংকোচ হতো, সেগুলোও এখন নির্দ্বিধায় করা যাচ্ছে এআই-এর কাছে।
তবে এতসব সুবিধার মাঝেও একটা বড়ো সতর্কবার্তা রয়েছে—চ্যাটজিপিটি বা অন্য কোনও এআই-কে ব্যবহার করলেও ভুলেও কিছু তথ্য কখনও শেয়ার করবেন না। এতে মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন আপনি।
কোন কোন তথ্য একেবারেই শেয়ার করা যাবে না?
১. ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য:
আপনার পুরো নাম, জন্মতারিখ, ঠিকানা, ভোটার আইডি ইত্যাদি কোনওভাবেই চ্যাটজিপিটি-কে দিবেন না। যদিও চ্যাটজিপিটি এই তথ্য সংরক্ষণ করে না, তবুও হ্যাকারদের টার্গেট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই তথ্য ব্যবহার করে সাইবার অপরাধীরা জালিয়াতির ফাঁদ পাততে পারে।
২. আর্থিক এবং ব্যাংক সংক্রান্ত তথ্য:
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি, পাসওয়ার্ড বা যেকোনও লেনদেন সংক্রান্ত নথি এআই-কে জানানো একেবারেই অনুচিত। সাইবার অপরাধের হার দিন দিন বাড়ছে। আপনার দেওয়া সামান্য তথ্যই হতে পারে বড় বিপদের কারণ।
৩. পাসওয়ার্ড ও লগইন সংক্রান্ত তথ্য:
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ইমেল আইডির পাসওয়ার্ড কখনও এআই-এর সঙ্গে ভাগ করবেন না। পাসওয়ার্ড এমনভাবে তৈরি করুন যা সহজে অনুমান করা যায় না এবং সঙ্গে Two-Factor Authentication ব্যবহার করুন নিরাপত্তা আরও বাড়াতে।
৪. একান্ত ব্যক্তিগত তথ্য:
অনেকে এখন চ্যাটজিপিটি-কে মানসিক সমর্থনের উৎস হিসেবে দেখছেন। জীবনের একান্ত অনুভূতি, অতীতের গল্প বা সম্পর্ক সংক্রান্ত নানা কথাও শেয়ার করছেন এআই-এর সঙ্গে। কিন্তু মনে রাখবেন, চ্যাটজিপিটি কোনো মানুষ নয়—এটি একটি প্রোগ্রাম, যা শেখানো ডেটা অনুযায়ী কাজ করে। তাই আপনার ব্যক্তিগত তথ্য ও অনুভূতি শেয়ার করলে সেগুলিও একভাবে ডিজিটাল জগতেই ছড়িয়ে পড়তে পারে।
৫. অফিস বা ব্যবসা সংক্রান্ত গোপন তথ্য:
আপনার চাকরি বা ব্যবসার গোপনীয় তথ্য যেমন ক্লায়েন্ট ডেটা, নতুন প্রজেক্টের পরিকল্পনা বা কোনও ব্যবসায়িক আইডিয়া চ্যাটজিপিটি-এর কাছে প্রকাশ করা ঠিক নয়। এতে প্রতিযোগিতার সুযোগে আপনার ভাবনা চুরি হয়ে যেতে পারে, যা ভবিষ্যতে আইনি ঝামেলার কারণও হতে পারে।
পরিশেষে, এআই ব্যবহারে সুবিধা অনেক, কিন্তু সচেতনতার সঙ্গে না চললে তা ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে উঠতে পারে। তাই চ্যাটজিপিটি বা অন্য কোনও এআই ব্যবহার করার সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে উপরের বিষয়গুলি মেনে চলাই বুদ্ধিমানের কাজ। সচেতন হোন, সুরক্ষিত থাকুন।
আবীর