ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

পৃথিবীর প্রথম ফুড ডেলিভারি আকাশপথে, বাহক ছিল ৬০০ কবুতর!

প্রকাশিত: ১৮:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পৃথিবীর প্রথম ফুড ডেলিভারি আকাশপথে, বাহক ছিল ৬০০ কবুতর!

ছবিঃ সংগৃহীত

বর্তমান যুগে অনলাইনে খাবার অর্ডার করা যেন একেবারেই সাধারণ বিষয়। তবে আপনি কি জানেন, এক হাজার বছরেরও বেশি সময় আগে মানুষ প্রথমবারের মতো আকাশপথে খাবার সরবরাহ করেছিল? সেটাও আবার বিমানে নয়, কবুতরের মাধ্যমে!

৯০০ খ্রিস্টাব্দে ফাতেমি খলিফার জন্য এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন শাসক ৬০০টি লেবানিজ চেরি পাঠানোর আদেশ দেন, এবং সেই ডেলিভারির মাধ্যম ছিল প্রশিক্ষিত কবুতর। প্রতিটি কবুতরের পায়ে একটি করে ছোট পুঁটলি বেঁধে দেওয়া হয়, যার ভেতর একটি করে চেরি রাখা হয়েছিল। এইভাবে ৬০০টি কবুতর প্রায় ৪০০ মাইল পথ উড়ে কায়রোতে খলিফার কাছে পৌঁছায়।

এটিই সম্ভবত ইতিহাসের প্রথম "এয়ার মেইল ডেলিভারি", যা পরবর্তী প্রজন্মের জন্য এক অভিনব দৃষ্টান্ত হয়ে থাকে।

কবুতরের অসাধারণ দিকনির্দেশনা ক্ষমতা

হোমিং কবুতর, যা কলম্বা লিভিয়া ডোমেস্টিকা নামে পরিচিত, তাদের অসাধারণ দিকনির্দেশনা দক্ষতার জন্য বিখ্যাত। এই বিশেষ ক্ষমতার কারণেই যুগে যুগে মানুষ তাদের বার্তাবাহক হিসেবে ব্যবহার করেছে। তারা কীভাবে পথ চিনে নেয়?

১. চৌম্বকীয় ক্ষেত্র নির্ণয়: কবুতরের ঠোঁটে থাকা বিশেষ সংবেদনশীল কোষ তাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বুঝতে সাহায্য করে, যা দিক নির্ণয়ে সাহায্য করে।
২. সূর্যের অবস্থান ও প্রাকৃতিক ল্যান্ডমার্ক: সূর্যের অবস্থান, নদী, পাহাড়ের মতো ভিজ্যুয়াল চিহ্ন দেখে পথ চিনে নেয়।
৩. গন্ধের সাহায্যে পথ খোঁজা: কবুতরের ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর। এটি তাদের নিজস্ব অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে।

ইতিহাসে কবুতরের বার্তাবাহক হিসেবে ব্যবহার

হোমিং কবুতর ব্যবহারের ইতিহাস হাজার বছরের পুরোনো। মিশর, ভারতসহ অনেক প্রাচীন সভ্যতায় রাজা-বাদশাহরা সংবাদ আদান-প্রদানের জন্য কবুতর ব্যবহার করতেন। যুদ্ধের সময়, বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কবুতরের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হতো। এমনকি কিছু সাহসী কবুতর যুদ্ধকালীন বিশেষ অবদানের জন্য পুরস্কৃতও হয়েছে।

আধুনিক যুগে কবুতরের ব্যবহার

বিশ্বের প্রযুক্তিগত উন্নতির ফলে বর্তমানে যোগাযোগের মাধ্যম বদলে গেলেও, একসময় এই ছোট্ট পাখিরাই ছিল দূরপাল্লার তথ্য আদান-প্রদানের একমাত্র ভরসা। ১৯০০ সালের গোড়ার দিকে জার্মানির কিছু ফার্মেসি ওষুধ সরবরাহের জন্য কবুতর ব্যবহার করত।

যদিও বর্তমানে ই-মেইল ও কুরিয়ার সার্ভিস আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে, তবুও ৯০০ খ্রিস্টাব্দে আকাশপথে খাবার ডেলিভারির এই বিস্ময়কর ঘটনা আজও ইতিহাসে বিশেষ স্থান দখল করে রেখেছে।

আসিফ

×