ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

বাজারে আসছে আইফোন ১৫ ও ১৫ প্রো

প্রকাশিত: ১৫:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩

বাজারে আসছে আইফোন ১৫ ও ১৫ প্রো

আইফোন। ছবি: সংগৃহীত

আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্রো। অ্যাপলের এই পণ্যে থাকছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স এবং মোবাইল গেমিংয়ে সহায়তা করবে।

১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে আনুষ্ঠানিকভাবে আইফোন ১৫ ও ১৫ প্রোর মোড়ক উন্মোচন করা হয়।

আরও পড়ুন :ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ মাত্রায় সহায়তার প্রতিশ্রুতি কিমের

অনুষ্ঠানে অ্যাপলের মার্কেটিং বিভাগের প্রধান গ্রেগ জসভিয়াক এই দুই পণ্যের বিশেষত্ব তুলে ধরে জানান, 'আইফোন ১৫ ও ১৫ প্রো আমাদের সেরা ও সর্বকালের সেরা পণ্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়, এগুলোর ক্যামেরার ক্ষমতা 'সাতটি পৃথক লেন্সের' সমান। এর ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে খুব অল্প আলোতেও সুন্দর ছবি তোলা যাবে।

টাইটেনিয়াম রাসায়নিক উপাদানে তৈরি আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সের স্ক্রিন যথাক্রমে ছয় দশমিক এক ইঞ্চি ও ছয় দশমিক সাত ইঞ্চি। এগুলোয় ব্যবহার করা হয়েছে এ-সেভেনন্টিন প্রো চিপ। 

অ্যাপলের তথ্য অনুযায়ী, এই চিপের কারণে যে কোনো স্মার্ট ফোনের তুলনায় খুবই দ্রুতগতির পারফরমেন্স পাওয়া যাবে আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সে।


দাম কত?
জানা গেছে, আইফোন ১৫'র দাম ৭৯৯ ডলার। ছয় দশমিক সাত ইঞ্চির আইফোন ১৫ প্লাসের দাম ৮৯৯ ডলার।

এছাড়াও, ব্র্যান্ড-নিউ শক্তিশালী এ-ফিফটিন প্রো প্রসেসরের ছয় দশমিক এক ইঞ্চির আইফোন ১৫ প্রোর দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে।

ছয় দশমিক সাত ইঞ্চির আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম এক হাজার ১৯৯ ডলার।

 এসআর

×