ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে হাতিয়ায় যুবদলের প্রস্তুতি সভা

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ, হাতিয়া, নোয়াখালী

প্রকাশিত: ২০:০৮, ৭ মে ২০২৫; আপডেট: ২০:১১, ৭ মে ২০২৫

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে হাতিয়ায় যুবদলের প্রস্তুতি সভা

ছবি: সংগৃহীত

আগামী ১০মে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে হাতিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দ্বীপ উপজেলা হাতিয়ায় যুবদলের প্রস্তুতি সভায় শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭মে (বুধবার) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতি সভায় মোমিন উল্লাহ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাসউদুর রহমান বাবর, সহ-সভাপতি হাতিয়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ,সাবেক বিপি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসমাইল হোসেন ইলিয়াস, আহ্বায়ক হাতিয়া উপজেলা যুবদল, ফাহিম উদ্দিন, সদস্য সচিব হাতিয়া উপজেলা বিএনপি, সভাপতি মোমিন উল্লাহ রাসেল, আহ্বায়ক হাতিয়া পৌরসভা যুবদল, বক্তব্য রাখেন, রিয়াজ মাহমুদ সদস্য সচিব হাতিয়া উপজেলা ছাত্রদল, সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অনেকে।

এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীপ উপজেলা হাতিয়া বিএনপির ঘাঁটি, আগামী ১০শে মে তারুণ্যের সমাবেশে হাতিয়া উপজেলা বিএনপিকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি মাসুদুর রহমান বাবর বলেন, অতীতে সকল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেমন সকলের সংঘবদ্ধ ছিলাম। আগামীতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

বিশেষ অতিথির বক্তব্যে আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ বলেন, হাতিয়া উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাতিয়া ৬ আসন উপহার দিতে হবে। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।   

আসিফ

আরো পড়ুন  

×