
ছবি: সংগৃহীত
তরুণদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এ লক্ষ্যকে সামনে রেখে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় রাজশাহী ও রংপুর বিভাগের নেতারা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী বিএনপির বাইরে থেকেও একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ চায়।
আগামী ২৩ ও ২৪ মে তারুণ্যকেন্দ্রিক দুটি কর্মসূচিকে সামনে রেখে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাহফুজ মন্ডল/রাকিব