ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভারতের ওপর বাংলাদেশের মানুষের ক্ষোভের কারণ জানালেন আবু বাকের মজুমদার

প্রকাশিত: ১৩:১৯, ২ মে ২০২৫; আপডেট: ১৩:২০, ২ মে ২০২৫

ভারতের ওপর বাংলাদেশের মানুষের ক্ষোভের কারণ জানালেন আবু বাকের মজুমদার

সম্প্রতি একটি টকশোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ভারত-পাকিস্তান সম্পর্ক, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

আবু বাকের বলেন, “ভারত-পাকিস্তান পরিস্থিতির কথা বলার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় যে ধর্মভিত্তিক দর্শনের উপর দাঁড়িয়ে ভারত ও পাকিস্তান আলাদা হয়, সেই বিভাজনের সময় থেকেই এই অঞ্চলে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, এবং আজও তা চলমান।”

তিনি জানান, “১৯৬৫ সালের যুদ্ধে আমরা যে এলাকা নিয়ে সংঘাত দেখেছি, আজও সেই একই জায়গায় টানাপোড়েন। এটা তাৎক্ষণিক সঙ্কট নয়, বরং দীর্ঘদিনের। বর্তমানে সিন্ধু নদী পানি চুক্তি নিয়েও ভারত বার্গেইন করছে, এমনকি চুক্তি বাতিল করার ইঙ্গিতও দিচ্ছে।”

আবু বাকের বলেন, “দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান দুই দেশই বরাবরই আধিপত্য বিস্তারের চেষ্টা করে এসেছে। আজ তারা নিজেরাই এক ধরনের সঙ্কটে পড়েছে। বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ অবস্থান নিতে চায়। আমরা বন্ধুত্বপূর্ণ বার্তা দিতে চাই, আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার আহ্বান জানাই।”

আবু বাকের বলেন, “২০১৫ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচে ভারত যেভাবে ম্যাচটি পরিচালনা করেছিল, তাতে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয়। এরপর আমরা দেখেছি, ভারত কীভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করছে।”

তিনি আরও বলেন, “আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সে ভারত নিয়ে মন্তব্য করেছিল বলেই তাকে হত্যা করা হয়। এমনকি ২০১৮ সালের নির্বাচনেও আমরা দেখেছি ভারত কীভাবে আওয়ামী লীগের হয়ে সক্রিয় ছিল।”

আবু বাকের বলেন, “আমরা দেখেছি ভারতের পররাষ্ট্রনীতি কীভাবে বাংলাদেশের ওপর চাপ তৈরি করে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের মধ্যে ভারত-বিরোধী মনোভাব তৈরি হয়েছে। ২০২৪ সালের প্রজন্ম এক শক্ত বার্তা দিয়েছে,দিল্লি নয়, ঢাকা!”

তিনি আরও বলেন, “এই যে দীর্ঘদিনের ভারতীয় আধিপত্যবাদী চর্চা, বাংলাদেশে সেটি চলবে না। জনগণ সেটিকে মেনে নেবে না। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন চোখে চোখ রেখে কথা বলতে প্রস্তুত।”

সম্প্রতি ভারতের চারজন সেনা বাংলাদেশে প্রবেশ করে, যার মধ্যে দুজনকে আটক করে বাংলাদেশ। এ প্রসঙ্গে আবু বাকের বলেন, “তারা পা ধরে ক্ষমা চেয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমরা চোখে চোখ রেখে কথা বলি,এই নীতি আমরা সমর্থন করি।”
তিনি বলেন, “বাংলাদেশ প্রস্তুত। ২৪ সালের এই প্রজন্ম প্রস্তুত। 

 

 


সূত্র:https://tinyurl.com/33m47zfb

আফরোজা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার