ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাখাইনে মানবিক করিডর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: আমির খসরু

প্রকাশিত: ১২:৪০, ২ মে ২০২৫

রাখাইনে মানবিক করিডর দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: আমির খসরু

ছবি : সংগৃহীত

রাখাইন রাজ্যে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আশঙ্কা প্রকাশ করেছেন, এই করিডোর বাস্তবায়িত হলে তা দেশের অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করতে পারে, এমনকি আসন্ন নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।

 

 

তিনি প্রশ্ন তোলেন, কার স্বার্থে এবং কার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে জনগণ, রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি। বিএনপির দাবি, একটি অন্তর্বর্তী সরকার এ ধরনের গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত নিতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

জাতিসংঘ চায়, বাংলাদেশ হয়ে সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিতে একটি মানবিক করিডোর চালু হোক। জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরে এ বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মত, তবে কিছু শর্ত রয়েছে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব করিডোর নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোর প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন। জাতিসংঘ বলেছে, বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতি ছাড়া করিডোর চালু করা সম্ভব নয়। ফলে এই স্পর্শকাতর ইস্যু নিয়ে দেশজুড়ে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

 

বিএনপি বলছে, করিডোর ইস্যুতে তাদের কিছুই জানানো হয়নি এবং বিষয়টি নিয়ে তারা সম্পূর্ণ অন্ধকারে। আমির খসরু উল্লেখ করেন, এই মুহূর্তে রাখাইন অঞ্চলে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার স্বার্থ জড়িত, এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যটির একটি বড় অংশ। নন-স্টেট অ্যাক্টরের উপস্থিতিতে সেখানে করিডোর সুরক্ষিত রাখা সম্ভব হবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। গাজা ও ইউক্রেনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সেসব ক্ষেত্রেও মানবিক করিডোর শেষ পর্যন্ত সামরিক করিডোরে রূপ নিয়েছে। তাই কার স্বার্থে এই করিডোর উদ্যোগ, তা স্পষ্ট হওয়া দরকার বলে মনে করেন তিনি।

 

 

তিনি আরও বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক পথচলার দিকে যাচ্ছে, যেখানে একটি জাতীয় নির্বাচন সামনে। এমন সময় এই ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত দেশে স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এবং কারো বিশেষ স্বার্থ হাসিলের মাধ্যম হতে পারে। বাংলাদেশ ২০১৭ সাল থেকে ১০ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় দিয়ে সংকটে পড়েছে। এর মাঝে গত কয়েক মাসে নতুন করে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা এসেছে। এই প্রেক্ষাপটে মানবিক করিডোরের বহুমাত্রিক ঝুঁকি ও সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি।

আঁখি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার