ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে হয়রানির অভিযোগ

প্রকাশিত: ২১:২০, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০০, ২৭ এপ্রিল ২০২৫

ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে হয়রানির অভিযোগ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকের বিষয়ে থানায় ফোন দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনকে শোকজ করেছে ছাত্রদল মহানগর উত্তর। কিন্তু প্রকৃত ঘটনা এমন নয় এবং ভুল তথ্যে তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন রিপন হোসেন।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা রকিবুল ইসলামকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। রকিবুল নর্দার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। তাকে ছাড়িয়ে নিতে ওসির রুমে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপ অবস্থান নেন। তাকে না ছাড়লে রেলপথ অবরোধ করার হুমকি দেন তারা। খবর পেয়ে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি থানায় ফোন দিয়ে বলেন, আটক হওয়া ব্যক্তি যদি ছাত্রলীগের নেতা হয়ে থাকেন তাহলে কোনোভাবেই তাকে ছাড়া যাবে না।

রিপন হোসেন জানান, মূলত ছাত্রলীগ নেতাকে ছাড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে কয়েকজন থানায় গিয়ে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিতে বলেন। এ ঘটনায় থানায় উত্তেজনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে রিপন ওসিকে ফোন দিয়ে বলেন, আটককৃত ছাত্র যদি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না। কিন্তু তার ফোন দেওয়ার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। বলা হয়, ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার ফোন করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিমা আক্তার বলেন, ‘ছাত্রদল সভাপতি রিপন আটক ছাত্রলীগ নেতাকে ছাড়তে বলেননি। কয়েকজন ছাত্র অনুরোধ করেছিল।’

এ বিষয়ে বিমানবন্দর ছাত্রদল সভাপতি রিপন বলেন, ‘ছাত্রলীগের নেতাকে না ছাড়ার জন্য ফোন দিয়েছি, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। ভুল তথ্যে আমাকে শোকজ করা হয়েছে।’ 

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার