ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদা জিয়ার পক্ষে স্ট্যাটাস দেয়া বহিস্কৃত আ’লীগের সেই নেতা এখন কোথায়?

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৭:০৫, ১৬ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার পক্ষে স্ট্যাটাস দেয়া বহিস্কৃত আ’লীগের সেই নেতা এখন কোথায়?

ছবি: আব্দুল মোতালেব হাওলাদার ও বেগম খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেয়া হউক স্ট্যাটাসের স্কীনর্শ্ট

“আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেয়া হউক” — এই স্ট্যাটাস দিয়ে দলীয় এমপিসহ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। এর পর তিনি দল থেকে বহিস্কৃত হন। তবে, প্রশ্ন উঠেছে—তিনি এখন কোথায় আছেন?

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর রাতে ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের রোষানলে পড়েন তিনি। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান ৩ অক্টোবর তাকে তিন দিনের মধ্যে জবাব দিতে শোকজ নোটিশ দেন। কিন্তু আব্দুল মোতালেব হাওলাদার কোনো জবাব দেননি। এর পরে ১২ অক্টোবর, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে নতুন এক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে তিনি আবারো বিতর্কিত হন। তিনি স্থানীয় সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আসম ফিরোজের বিরুদ্ধে বিষেদাগার করে মন্তব্য করেন, যা স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি করে। তাঁরা তার বহিস্কারের দাবি জানান।

এছাড়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান তার কর্মকাণ্ডকে “পাগলের প্রলাপ” আখ্যা দিয়ে বলেন, “তিনি( মোতালেব হাওলাদার) দীর্ঘ দু বছরের বেশী সময়কাল ধরে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নেতা কর্মী ও জন শুন্য হয়ে তিনি বাউফলের দীর্ঘ দিনের অবিভাবক, কর্মী বান্ধব জনপ্রিয় জননেতা আ.স. ম ফিরোজ এমপি‘র বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি বিএনপি- জামাতের সাথে আঁতাত করে পুর্বাপর অনেক স্টাটাস দিয়ে দলের ক্ষতি করে চলছেন। তিনি মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আইন পরিবর্তন করে একজন অপরাধীকে বিদেশ যাওয়ার সুযোগ করে দেয়ার কথা বলতে পারেন না। এরপরেও তিনি (আব্দুল মোতালেব হাওলাদার) বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়াকে নিয়ে তার স্ট্যাটাস সঠিক বলে  দুঃসাহস দেখিয়েছেন।”

এ ঘটনার পর জেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিস্কার করে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আনিছুর রহমানকে দায়িত্ব প্রদান করে।

বর্তমানে, সেই আলোচিত নেতা আব্দুল মোতালেব হাওলাদারের অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। তার মোবাইল নম্বরে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

নুসরাত

×