চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া নতুন তিনজনের মধ্যে দুইজনকে দপ্তর বণ্টন এবং বর্তমান উপদেষ্টাদের মধ্যে সাতজনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। উপদেষ্টার দায়িত্বের রদবদল এবং নতুন উপদেষ্টা নিয়োগে চলছে আলোচনা - সমালোচনা।
এরইমধ্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের পুরস্কার হিসেবে উপদেষ্টার দায়িত্ব পালন করতে আসেননি বলে মন্তব্য করেছেন । ফেসবুক স্ট্যাটাস ধরে ফ্যাসিস্টের পক্ষে তার অবস্থানের বিষয়ে যে সমালোচনা হচ্ছে, সেটাকে তিনি ‘অবিশ্বাস্য’ বলেও মন্তব্য করেছেন। সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
তার সম্পর্কে ছাত্র সমন্বয়কদের সমালোচনার বিষয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমার অবস্থান কী, আমি কী করি, আমি কী করেছি, আমার গত ১৫ বছরের ফেসবুক ঘাঁটলে দেখা যাবে। শুধু দু-চারটি পোস্ট ঘাঁটবেন না, সব ঘাঁটেন। আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যাবে আমার অবস্থান কী?
তিনি জানান,ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান, এটা একটা অবিশ্বাস্য কথা। এটা নিয়ে উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। আমার লেখাগুলো পড়েন। এই চেতনা লইয়া আমরা কী করব ? ২০১৪ সালে লিখেছি, যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে, পড়ে দেখেন। এছাড়া ‘কিন্তু এবং যদির খোঁজে’ নামে একটা লেখা লিখেছিলাম ২০১৫ তে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কি না ,সেটার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি। আমি কাজটি করতে পারব কি না, সেটা গুরুত্বপূর্ণ। যারা আমাকে বিশ্বাস করেছে আমি কাজটি করতে পারব। তখন আমি চিন্তা করলাম, আমি পারবো কি না। আমি যখন ভাবলাম হ্যাঁ, হয়তো পারব। তখনই এসেছি।
তিনি আরও বলেন, আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট। আমরা সামনে একটা মিটিংয়ে বসব। সেখানে আমরা ব্রেইন স্ট্রিমিং করব যে আমরা কী কী করতে পারি। আমরা চলে যাওয়ার পরে যাতে বলতে পারি দৃশ্যমান কিছু করেছি। সেটা রেডি হওয়ার পর আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে উপস্থাপন করব।
সেটা অনুমোদন পাওয়ার পর আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাও জানবেন। আমরা রোডম্যাপ কী দিয়েছি, আমরা কী কী করতে চাই। আমরা চলে যাওয়ার দিন আপনারা বিচার করতে পারবেন আমরা কয়টায় সফল হয়েছি, কয়টায় ব্যর্থ হয়েছি। যেগুলোতে ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য আমরা ক্ষমা চেয়ে নেব।
তাবিব