ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯:৫৪, ১০ নভেম্বর ২০২৪

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কোতোয়ালি থানা বিএনপির বিক্ষোভ মিছিল

রবিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানী পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসবাদী ও স্বৈরাচার কারবারিদের বিরুদ্ধে কোতোয়ালি থানা ৩২, ৩৬ ও ৩৭ নং ওয়ার্ড বিএনপি ও শ্রমিক দল বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলটি সদরঘাট লঞ্চ টার্মিনালের সামনে থেকে বাহাদুর শাহ পার্ক, জর্জ কোট, রায়সাহেব বাজার,তাঁতীবাজার ও বাবুবাজার এলাকা প্রদক্ষিণ করে সদরঘাট এসে সমাপ্ত করা হয়।এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভূঁইয়া।

সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বাবুবাজার ব্রিজের নিচে সচেতনতামূলক সমাবেশ ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভূঁইয়া বলেন,তারেক রহমানের নির্দেশ চাঁদা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত  বাংলাদেশ। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই অতীতে যারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ব্যবসায়ীদের ক্ষতি করেছে। বিভিন্ন ব্যবসায়ী চাঁদাবাজি করেছে। বিভিন্ন স্থানে স্থানে চাঁদাবাজি করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুদ্ধ ঘোষণা করেছে। যেখানেই চাঁদাবাজদের পাওয়া যাবে সেখানেই গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন। বাংলাদেশে কোন স্বৈরাচারের জায়গা হবে না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে সকল শ্রেণীর মানুষ শান্তি ও শৃংখল ভাবে বসবাস করবে। আমরা জাতীয়তাবাদী দল তাদের সহযোগিতা করার জন্য সব সময় প্রস্তুত আছি। 

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক সদস্য হাজী নাজিম,কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী বাবলা,  কোতয়ালী থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল যুগ্ন আহবায়ক জাকির হোসেন,কোতোওয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক ফরহাদ রানা, ৩৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পি, ৩২ নং ওয়ার্ড বিএনপির (আংশিক) সভাপতি মোহাম্মদ হাবিব,মহিলা দলের কোতোওয়ালি থানা সভাপতি ইরানী আক্তার, মুফতি জুল কোবির কিরণ স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ, মনির হোসেন সদস্য শ্রমিকদল দক্ষিণ, শ্রমিক দল দক্ষিণ সদস্য জাহাঙ্গীর আলম চান্দুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

×