ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রাহায়ণ ১৪৩১

সমস্ত পদ স্থগীতের আদেশ প্রত্যাহার করা হলো শহিদুল ইসলাম বাবুলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ১০ নভেম্বর ২০২৪

সমস্ত পদ স্থগীতের আদেশ প্রত্যাহার করা হলো শহিদুল ইসলাম বাবুলের

শহিদুল ইসলাম বাবুল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২১ আগস্ট কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগীত করেছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার (১০ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি দিয়ে তার সমস্ত পদ স্থগীতের আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, জনাব, শুভেচ্ছা রইলো। গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি’র সকল পর্যায়ের পদ স্থগীত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগীতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পূনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।

আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।

প্রসঙ্গত, গত ২১ আগষ্ট  সকালে ফরিদপুরের নগরকান্দায় শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের আধিপত্য নিয়ে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়। বাবুলের পথসভাকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষে তিনি প্রাণ হারাণ। এই ঘটনায় দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিএনপির হাইকমান্ড।

এমএম

×