
প্রতীকী ছবি
গতকাল শনিবার (৯ নভেম্বর) আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের ৪/এ নম্বরের একটি ফ্ল্যাট থেকে ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে আটক করা হয়। আটকের পরপরই তাকে নগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। আজ রোববার আবার সেখান থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই পলাতক রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, মূলত জিজ্ঞাসাবাদের জন্যই নুরুল হুদা বাবুকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্বন্ধী নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল বলে জানা যায়। ভগ্নিপতি কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মেও লিপ্ত ছিলেন তিনি। ফলে তাকে আটকের পর ছেড়ে দেওয়ার কারনে জনগনের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
নুসরাত