ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

অপরাধী বিএনপির নেতাকর্মী হলেও ছাড় পাবে না- রিজভী

প্রকাশিত: ১৭:৩৮, ৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৩৮, ৪ নভেম্বর ২০২৪

অপরাধী বিএনপির নেতাকর্মী হলেও ছাড় পাবে না- রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে আসমা নামে এক বিধবার বাড়ি বিএনপি নেতা ভেঙে দিয়েছেন। এমন অভিযোগ পেয়ে সরেজমিনে দেখা করে ওই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সেখানে যান।

এসময় বিএনপি নামধারী সালাউদ্দিন কবির নামক নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান রিজভী। জানা যায়, সালাউদ্দিন কবির এর আগে আওয়ামী লীগ কমিটির সদস্য ছিলেন।

রিজভী জানান, ভুক্তভোগী পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।

রিয়াদ

×