ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

জিএম কাদের সাহসী নেতা

প্রকাশিত: ১৬:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৪

জিএম কাদের সাহসী নেতা

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু

বিরোধী দল কী সেটা সংসদে জাতীয় পার্টি (জাপা) দেখিয়ে দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং নিজেকে সাহসী নেতা বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দলটির বনানী চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চুন্নু এসব কথা বলেন।

বিরোধী দল কী সেটা আমরা এই পারলামেন্টে দেখিয়ে দেবো। ১১ জনই যথেষ্ট। ৫০ জন থেকে লাভ নেই যদি কেউ কথা বলতে না পারেন। জিএম কাদের সাহসী নেতা, আমিও কম সাহসী না।
 
মুজিবুল হক চুন্নু বলেন, বড় বড় রিসোর্টে কারা যায়? টনকে টন মদ কারা খায়? সরকারের উচিত সবার সম্পদের হিসাব নেয়া।

কাকরাইলে অফিসে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘুরে যাওয়া ব্যক্তিরা দলের সদস্য নয় জানিয়ে তিনি বলেন, ওয়াশরুম ব্যবহার করার কথা বলে তারা কাকরাইল অফিসে ঢোকেন। তারা এটা সংবাদ করার জন্য করেছেন, দখল করার জন্য আসেননি। চোরের মতো এসেছেন। তাই আইনগত ব্যবস্থা নেয়ার কিছু নেই।

চালক যদি ঠিক থাকেন ট্রেন ঠিকই চলবে মন্তব্য করে চুন্নু বলেন, ‘দু’চারজন প্যাসেঞ্জার চলে গেলে কিছু আসে যায় না। দুই বছর সময় দেন সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো।’

 

এস

সম্পর্কিত বিষয়:

×