ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

প্রকাশিত: ২১:০২, ২ ডিসেম্বর ২০২৩

রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

মশাল মিছিল

তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। 

রবিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে বিএনপিসহ সমমনাদের ৪৮ ঘন্টা অবরোধ। এর সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। আগারগাঁওয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মশাল মিছিল হয়েছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি'র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি ডক্টর খন্দকার বাবলু, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

 

এস

×