
জি এম কাদের
বিদ্যুৎ খাতসহ বিভিন্ন মেঘা প্রকল্পের নামে সরকার মেঘা লুটপাট করছে। রিজার্ভ ফান্ড ক্রমেই নীচে নেমে যাচ্ছে। সরকার ক্রমেই দেওলিয়া হয়ে যাচ্ছে।
বিদেশী ঋনের বোঝা ক্রমেই বেড়েই যাচ্ছে। লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে নিয়ে সরকার আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিরসন করা যেতে পারে।
সাবেক সাংসদ মোহাম্মদ উল্যার সভাপতিত্বে এবং মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চালনায় শহরের টাউন হল মিলনায়তনে শনিবার দুপুরে আয়োজিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সোলায়মান আলম শেট, ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী এমপি, লে.জে.(অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, এড. মো. রেজাউল ইসলাম ভূইয়া, এমরান হোসেন মিয়া, আহসান আদেলুর রহমান এমপিসহ কেন্দ্রিয় এবং সাবেক সংসদ সদস্য জাপা নেতা মো. নোমান, বোরহান উদ্দিন টিপু, ফয়জুল্যাহ শিপন, জিয়াউল হুদা আপলু প্রমূখ স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পরুন:বিশ্ববাজারে আবারও কমছে সোনার দাম
এ সময় লক্ষ্মীপুর, ফেণী ও নোয়াখালীর জাপা নেতৃবৃন্দ ও ডেলিগেটরগণ উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা। সম্মেলনের শুরুতেই কেন্দ্রিয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নোয়াখালী জাপা সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর-২ আসন থেকে জাপার মনোনয়ন প্রত্যাশী বোরহান উদ্দিন টিুপু বক্তব্য দেয়ার সময় অপর লক্ষ্মীপুর জেলা জাপা সাধারণ সম্পাদক পদ প্রার্থীর বাক বিতন্ডা শুরু করলে সম্মেলনের কিছুটা বিঘ্ন ঘটে। পরে কেন্দ্রিয় নেতৃবৃন্দর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে আবার যথারীতি সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
এস