ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

ভোটে না গিয়ে বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায় বিএনপি

প্রকাশিত: ২০:৩৩, ২১ জানুয়ারি ২০২৩; আপডেট: ২১:৪৬, ২১ জানুয়ারি ২০২৩

ভোটে না গিয়ে বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায় বিএনপি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

বিএনপি ভোটে না গিয়ে বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে ক্ষমতায় যেতে চায়  বিএনপি। কারণ বিএনপি ভালো করেই জানে জনগণ তাদের ভোট দেবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি শুধু ক্ষমতা চায়। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কী করবে? আবারও গ্রেনেড হামলা করবে, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারবে। তারা শুধু রাস্তাঘাটে মিছিল করে, ভাঙচুর করে, গাড়ি পোড়ায়, ইটপাটকেল মারে।

তিনি বলেন, করোনাভাইরাসের ব্যয়বহুল চিকিৎসা প্রধানমন্ত্রী সবাইকে বিনামূল্যে দিয়েছেন। একেকজন ব্যক্তির পেছনে টিকার জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×