ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রসঙ্গ ইসলাম

মদিনায় ওয়াদিউল জিন বা জিনের উপত্যকা

মনিরুল ইসলাম রফিক

প্রকাশিত: ২০:৩২, ৬ জুলাই ২০২৩

মদিনায় ওয়াদিউল জিন বা জিনের উপত্যকা

প্রসঙ্গ ইসলাম

জিন জাতির অস্তিত্ব নিয়ে যুগে যুগে মনীষীদের মধ্যে নানা মতভেদ দেখা যায়। পাশাপাশি এ প্রাণীকুল নিয়ে বহু রূপকথারও শেষ নেই। ইসলাম ধর্মে পৃথিবী সৃষ্টির ইতিহাসের সঙ্গে আদি পিতা হযরত আদম (আ.) দুনিয়াতে প্রেরণ সম্পর্কিত অধ্যায়ে জিন জাতির বিভিন্ন প্রসঙ্গ বর্ণিত আছে। পবিত্র কুরআনুল কারীমে জিনদের অস্তিত্বের পক্ষে বেশ আলোচনা রয়েছে। কুরআন শরীফের সর্বশেষ সূরা নাসের মধ্যে কতিপয় জিন ও মানুষের কু ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য পরওয়ারদিগারের কাছে প্রার্থনা করতে বলা হয়েছে। ‘...আল্লাজী ইউয়াস ওয়েছু ফীসুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়াননাস।’
কুরআনের ১১৪টি সূরার মধ্যে একটির নামই হলো সূরাতুল জিন। এ সূরায় মহানবীর (স.) কাছে জিনদের বায়আত গ্রহণের কথা বর্ণিত হয়েছে। তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কখনো কখনো তাদের দৈহিক রূপ আদম সন্তানদের কাছে ভয়ের কারণ হয়। মহানবীর (স.) কাছে খানায়ে কা’বায় যখন জিনরা প্রকাশ্যে সাক্ষাতের জন্য আসতেন তখন নবীজীর সঙ্গীরা তাদের দেখে ভয় পেতেন। একদিন হযরত তাদের বললেন : আমার সাক্ষাতে তোমরা এতটুকু না আসলেই হয়। ঐ যে সামনের গারকাদ মুয়াল্লা বা জান্নাতুল মুয়াল্লা কবর স্থান রয়েছে তার পাশে অবস্থান করলে আমি নিজেই তোমাদের কাছে ইসলামের বাণী শিক্ষাদানের জন্য হাজির হব। এক পর্যায়ে তারা তাই করতে লাগল। পরবর্তীতে এ ঐতিহাসিক স্থানে গড়ে উঠেছে সুন্দর মসজিদ, যার নাম হয়েছে মসজিদুল জিন।

পবিত্র মক্কার মসজিদুল হারামের মাত্র দুই কিলোমিটার ব্যবধানে এ মসজিদ। এটি জান্নাতুল মুয়াল্লার অনতিদূরে। জিনরা দীর্ঘজীবী হয়ে থাকে। এ সম্পর্কে তারিখে মক্কায় বিভিন্ন রেওয়ায়েত এসেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ পূর্ববর্তী নবীদের কাছে কালেমার দাওয়াত গ্রহণকারী জিনদের সাক্ষাত পেয়েছেন পবিত্র খানায়ে কা’বা তাওয়াফের মাঠে। 
ইদানীংকালে আরব দেশে বিশেষ করে মদিনা নগরীতে ওয়াদিউল জিন বা জিনের উপত্যকা নামে একটি এলাকা বেশ প্রসিদ্ধি পেয়েছে। এটি মসজিদে নববী থেকে সড়কপথে পৌনে একঘণ্টা সময়ের দূরত্বে অবস্থিত। আশ্চর্যের বিষয় হলো, এখানকার প্রায় ১২ কিলোমিটার রাস্তায় কোনো ধরনের ড্রাইভিং ছাড়াই যানবাহন চলাচল করে। একটি পানি ভর্তি বোতল যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয় দেখা যাবে তা জিনের উপত্যকার দিকে নিচ থেকে উপরের দিকে রাস্তা বেয়ে এগিয়ে যাচ্ছে। পানির অভ্যাস নিচের দিকে গড়ানো। কিন্তু সেখানে পানি গড়ায় উপরের দিকে। ২০১১ সাল থেকে  বেশ কয়েকবার আমি কৌতূহলবশত কিছু জিয়ারতকারী সফরসঙ্গী নিয়ে এলাকাটি দেখতে যাই।

প্রথমবার আমরা একটি গাড়িতে প্রায় ৮/১০ জন ছিলাম। তাদের মধ্যে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সদ্য অবসরপ্রাপ্ত এক সিনিয়র কর্মকর্তাও ছিলেন। বিভিন্ন দেশের কৌতূহলী মানুষ, জিয়ারতকারী, উমরা ও হজ পালনকারীগণ গাড়িতে করে এলাকাটি দেখে যাচ্ছেন। দর্শনার্থীদের সুবিধার জন্য সরকার এখানকার রাস্তাঘাট খুব সুন্দর ও মসৃণভাবে  তৈরি করে দিয়েছে। বর্তমানে এ উপত্যকার জৌলুস আরও বৃদ্ধি পেয়েছে। 
এ জিন উপত্যকার রহস্যের শুরু কোথায় বা শেষ কি তা জানা আমাদের কাছে সম্ভব নয়। তবে চতুর্দিকে চোখ বুলিয়ে দেখলাম এখানকার পাহাড়গুলো যেন নানা শৈল্পিক কারুকার্য ম-িত। আরব দেশে পাহাড়গুলো সাধারণত একটু নিচু প্রকৃতির, কখনো বালি আবার অমসৃণ কাঁটাযুক্ত পাথুরে গাঁথুনি। কিন্তু ওয়াদিউল জিনের পাহাড়গুলো খুব উঁচু উঁচু। এগুলোর চুড়ো পর্যটকদের কিসের বার্তা যেন পৌঁছাতে চায়। ওয়াদিউল জিন এলাকাটি ঘুরলে দেখা যায়, কোনো একসময় হয়ত সৌদি সরকার এদিক দিয়ে পাহাড় কেটে বা পাহাড়ে সুড়ঙ্গ করে সুদূর কোথাও সড়ক পথের সংযোগ স্থাপন করতে চেয়েছিল।

কিন্তু কোনো এক অজানা কারণে তারা সে পরিকল্পনা থেকে সরে আসে এবং পাহাড়ের পাশে একটা টার্নিং পয়েন্ট নির্মাণ করে রাস্তাটি ফিরিয়ে দেয়। প্রতিদিন, প্রতিমাসে অনেক হাজী ও জিয়ারতকারীদের জন্য প্রিয় ভূমি মক্কা শরীফ ও মদিনা শরীফের মধ্যে এটিও এখন একটি বাড়তি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
এমনিতেই পবিত্র মক্কা শরীফ ও মদিনা শরীফের আশপাশের এলাকায় প্রতিনিয়ত আল্লাহপাকের রহমত বর্ষিত হয়, পুণ্যাত্মা ফেরেস্তাগণ নাজিল হন। ইতিহাসের অত্যাশ্চর্য বিষয়গুলো এখানে রয়েছে। পবিত্র কুরআনুল কারীমের ভাষায়: ‘ফীহি আয়াতুম বায়্যিনাত’- এখানে রয়েছে আল্লাহতায়ালার সমুজ্জ্বল নানা নিদর্শন। আছে জমজম, হাজরে আসওয়াদ, মকামে ইব্রাহীম, জবলে নূর, জবলে ছুর প্রভৃতি।
পবিত্র মদিনা নগরীর জিন উপত্যকাও সত্যি কি জিনের কোনো কারিশমা। নাকি আমরা বলতে পারি এটি বরকতময় মদিনার সম্প্রতি প্রকাশিত আরেকটি খোদায়ী খুদরত; যা আল্লাহপাক অস্বাভাবিক বিষয়কেও স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারেন তারই নিদর্শন মুমিনদের জন্য। 

লেখক :  অধ্যাপক, টিভি উপস্থাপক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খতিব

[email protected]

×